সংসদ প্রবর্তিত রাষ্ট্রবিজ্ঞান নমুনা প্রশ্নোত্তর

 

    সংসদ প্রবর্তিত নমুনা প্রশ্নোত্তর

       একাদশ শ্রেণি

রাষ্ট্রবিজ্ঞান                                  প্রথম সেমিস্টার                                     পূর্ণমান : ৪০

 

বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো:                         1×40=40                                                               
1. 'রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান' বলেছেন-

(a) লর্ড ব্রাইস

(b) গার্নার

(c) গেটেল

(d) অ্যারিস্ট

 

2. Politics গ্রন্থটির রচয়িতা-

(a) অ্যারিস্ট

(b) প্লেটো

(c) গ্রীন

(d) ল্যাস্কি


3. প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল-

(a) ১৯৪৭ সালে

(b) ১৯৪৮ সালে

(c) ১৯৫০ সালে

(d) ১৯৫২ সালে


4. 'রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে' বলেছেন-

(a) মিলার

(b) আর্থার বেন্টলে

(c) লাসওয়েল

(d) অ্যাকুইনাস


5. আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়-

(a) হক্সকে

(b) লককে

(c) মেকিয়াভেলিকে

(d) অ্যারিস্টটলকে


6. 'রাষ্ট্র হল মানব সমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফল' বলেছেন-

(a) লীকক

(b) বার্জেস

(c) গার্নার

(d) পল জানে


7. ইজরায়েল ইহুদিদের রাষ্ট্র হিসাবে ঘোষিত হয়-

(a) ১৯৪৭ সালে

(b) ১৯৪৮ সালে

(c) ১৯৭১ সালে

(d) ১৯৭৫ সালে


৪. 'ক্ষুদ্র রাষ্ট্র পাপের প্রতীক'- উক্তিটি করেন-

(a) ট্রিটসকে

(b) বানহার্ডি

(c) রাসেল

(d) লেনিন


9. বর্তমানে সমুদ্রের বেলাভূমি থেকে গভীর সমুদ্রে কত মাইল পর্যন্ত এলাকা উপকূলবর্তী রাষ্ট্রের ভূ-খণ্ড?

(a) ৩ মাইল

(b) ৫ মাইল

(c) ১০ মাইল

(d) ১২ মাইল


10. বিদেশিরা.....অধিকারটি ভোেগ করে না।

(a) সামাজিক

(b) রাজনৈতিক

(c) অর্থনৈতিক

(d) পৌর


11. ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের-

(a) ৫-১১ নং ধারায়

(b) ৫-১০ নং ধারায়

(c) ৬-১০ নং ধারায়

(d) ৫ – ১৫ নং ধারায়


12. নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা আছে-

(a) সুপ্রিম কোর্টের

(b) রাষ্ট্রপতির

(c) প্রধানমন্ত্রীর

(d) পার্লামেন্টের


13. ভারতে নাগরিকতা লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে আবেদন করার পূর্বে অন্তত কতদিন ভারতে স্থায়ীভাবে বসবাসের শর্ত পূরণ করতে হয়?

(a) ৫ বছর

(b) ৭ বছর

(c) ১০ বছর

(d) ১২ বছর


14. ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা আইন প্রণয়ন করে-

(a) ১৯৫০ সালে

(b) ১৯৫১ সালে

(c) ১৯৫২ সালে

(d) ১৯৫৫ সালে


15. সংবিধানের কোন্ ধারায় নাগরিকতা অর্জন, বিলোপ ও নাগরিকতা সংক্রান্ত যাবতীয় বিষয়ে পার্লামেন্টকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে-

(a) ৫ নং ধারা

(b) ৭ নং ধারা

(c) ১০ নং ধারা

(d) ১১ নং ধারা


16. সিকিমের ভারতভুক্তির পর সেখানকার অধিবাসীরা যে নাগরিকত্ব লাভ করে, তাকে বলা হয়-

(a) জন্মসূত্রে নাগরিকতা

(b) পূর্ণ ব্যষ্টিগত নাগরিকতা

(c) আংশিক ব্যষ্টিগত নাগরিকতা

(d) সমষ্টিগত নাগরিকতা


17. অলিখিত সংবিধান রয়েছে-

(a) মার্কিন যুক্তরাষ্ট্রে

(b) ব্রিটেনে

(c) ভারতে

(d) সুইজারল্যান্ডে


18. 'রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ হল সংবিধান'- একথা বলেছেন-

(a) অ্যারিস্টটল

(b) অস্টিন

(c) লর্ড ব্রাইস

(d) রুশো


19. অনমনীয় সংবিধানের সুবিধা হল-

(a) স্থায়িত্ব

(b) প্রগতি বিরোধী

(c) অস্থায়ী

(d) জনস্বার্থ লঙ্ঘনকারী


20. 'কোন সংবিধান ব্রিটিশ সংবিধানের মত অতটা সুপরিবর্তনীয় হওয়া ভালো নয়, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মত অতটা দুষ্পরিবর্তনীয় হওয়া উচিত নয়'- বলেছেন-

(a) লর্ড ব্রাইস

(b) ল্যাস্কি

(c) ব্যোম

(d) রুশো


21. দুস্পরিবর্তনীয় সংবিধান রয়েছে-

(a) ব্রিটেনে

(b) ভারতে

(c) আমেরিকা যুক্তরাষ্ট্রে

(d) সুইজারল্যান্ডে


22. 'কোন সংস্থার শাসনতান্ত্রিক আইন লিখিতভাবে দলিলে বিধিবদ্ধ না করা হলে তাকে সংবিধান বলা যায় না' বলেছেন-

(a) কে. সি. হুইয়ার

(b) এ. ভি. ডাইসি

(c) টকভিল

(d) এম. ই. ফাইনার


23. গণপরিষদকে 'আইনজীবীদের স্বর্গরাজ্য' বলেছেন-

(a) উইনস্টন চার্চিল

(b) মাউন্ট ব্যাটেন

(c) আইভর জেনিংস

(d) জওহরলাল নেহরু


24. ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল-

(a) ১৯৪৯, ২৬শে নভেম্বর

(b) ১৯৪৯, ২৬শে জানুয়ারী

(c) ১৯৪৭, ১৫ই আগস্ট

(d) ১৯৫০, ২৬শে জানুয়ারী


25. গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন-

(a) ড. বি. আর. আম্বেদকর

(b) ড. রাজেন্দ্রপ্রসাদ

(c) জওহরলাল নেহর

(d) মহম্মদ আলী জিন্নাহ


26. বর্তমানে ভারতের সংবিধানে- তপশিল রয়েছে।

(a) ৭ টি

(b) ৮ টি

(c) ১০টি

(d) ১২টি

 

27. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় 'ধর্মনিরপেক্ষ' শব্দটি যুক্ত হয়েছিল কততম সংশোধনীতে

(a) ৪২-তম

(b) ৪৪-তম

(c) ৬১-তম

(d) ৮৬-তম


28. গণপরিষদের সদস্য সংখ্যা ছিল-

(a) ৩৮৯ জন

(b) ৭৪ জন

(c) ২৯৯ জন

(d) কোনোটিই নয়


29. ভারতীয় সংবিধানের রূপকার হলেন-

(a) ড. রাজেন্দ্রপ্রসাদ

(c) ড. বি. আর. আম্বেদকর

(b) জওহরলাল নেহরু

(d) সোমনাথ লাহিড়ী


30. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে এখনও পর্যন্ত-

(a) ১ বার

(c) ৩ বার

(b) ২ বার

(d) একবারও নয়


31. ভারতের সংবিধান

(a) দুষ্পরিবর্তনীয়

(b) সুপরিবর্তনীয়

(c) আংশিক সুপরিবর্তনীয় ও আংশিক দুষ্পরিবর্তনীয়

(d) আংশিক দম্পরিবর্তনীয়


32. ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে-

(a) প্রথম অধ্যায়ে

(b) দ্বিতীয় অধ্যায়ে

(c) তৃতীয় অধ্যায়ে

(d) চতুর্থ অধ্যায়ে


33. 'India is a Quasi Federal State'- Who said this?

(a) লর্ড ব্রাইস

(b) আইভর জেনিংস

(c) কে. সি. হুইয়ার

(d) এদের কেউই নন


34. অষ্টম তপশিলে বর্তমানে স্বীকৃত ভাষার সংখ্যা-

(a) ১৫টি

(b) ১৮টি

(c) ২২টি

(d) ২৫টি


35. ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার ধারণা নেওয়া হয়েছে-

(a) আয়ারল্যান্ডের সংবিধান থেকে

(b) কানাডার সংবিধান থেকে

(c) অস্ট্রেলিয়ার সংবিধান থেকে

(d) জাপানের সংবিধান থেকে


36. ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে-

(a) ১৯৭৬ সালে

(b) ১৯৭৮ সালে

(c) ২০০১ সালে

(d) ২০১৯ সালে


37. ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে-

(a) আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে

(b) রাশিয়া থেকে

(c) আয়ারল্যান্ড থেকে

(d) কানাডা থেকে

 

38. ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি গৃহীত হয়েছে-

(a) আয়ারল্যান্ডের সংবিধান থেকে

(b) ফ্রান্সের সংবিধান থেকে

(c) দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে

(d) জাপানের সংবিধান থেকে


39. নির্দেশমূলক নীতিকে 'Novel features' বলে অভিহিত করেছেন-

(a) জওহরলাল নেহরু

(b) ড. বি. আর. আম্বেদকর

(c) দুর্গদাস বসু

(d) বি. পি. খৈতান


40. গণপরিষদে বিভিন্ন বিষয়ে মূল কমিটি গঠিত হয়েছিল-

(a) ৫টি

(b) ৭টি

(c) ৮টি

(d) ১০টি

 

 

LookTutupComment