বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম

বৈজ্ঞানিক যন্ত্রপাতির নাম ও তার ব্যবহার
✍️ক্যালরিমিটার → তাপ পরিমাপক যন্ত্র
✍️থার্মোমিটার → উষ্ণতা পরিমাপক যন্ত্র
✍️রেইনগেজ → বৃষ্টি পরিমাপক যন্ত্র
✍️ম্যানোমিটার → গ্যাসের চাপ নির্ণায়ক
✍️ব্যারোমিটার → বায়ুমন্ডলের চাপ নির্ণায়ক
✍️অডিও মিটার → শব্দের তীব্রতা নির্ণায়ক
✍️সিসমোগ্রাফ → ভূকম্পন তরঙ্গ পরিমাপক যন্ত্র
✍️
ভার্নিয়ার স্কেল → দৈর্ঘ্য পরিমাপক যন্ত্র (মিলিমিটারের ভগ্নাংশ)
✍️স্লাইড ক্যালিপার্স → বস্তর দৈর্ঘ্য, চোঙ বা বেলনের উচ্চতা, ফাঁপা নলের অন্ত:ব্যাস ও বহির্ব্যাস, গোলকের ব্যাস নির্ণয় করা যায়
✍️
রিখটার স্কেল → ভূকম্পন তীব্রতা পরিমাপ
✍️সেক্স্রট্যান্ট → সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্র
✍️ক্রোনোমিটার → দ্রাঘিমা নির্ণয় / সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্র
✍️
অ্যানিমোমিটার → বাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপক যন্ত্র
✍️ওডোমিটার → মোটর গাড়ির গতি নির্ণায়ক
✍️ট্যাকোমিটার → উড়োজাহাজের গতি নির্ণায়ক
✍️অলটিমিটার → উচ্চতা নির্ণায়ক
✍️স্টেথোস্কোপ → হৃৎপিন্ড ও ফুসফুসের শব্দ নিরুপক যন্ত্র
✍️কার্ডিওগ্রাফ → হৃৎপিন্ডের গতি নির্ণায়ক
✍️ক্রেস্কোগ্রাফ → উদ্ভিদের গতি নির্ণায়ক
✍️ফ্যাদেমিটার → সমুদ্রের গভীরতা নির্ণায়ক
✍️এনোমোমিটার → বায়ুর গতিবেগ মাপক যন্ত্র
✍️হাইগ্রোমিটার → বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্র
✍️হাইড্রোমিটার → তরলের আপেক্ষিক গুরত্ব বা ঘনত্ব নির্ণায়ক
✍️ল্যাক্টোমিটার → দুধের বিশুদ্ধতা নির্ণায়ক
✍️হাইড্রোফোন → জলের তলায় শব্দ নিরুপণ যন্ত্র
✍️
স্ফিগমোম্যানোমিটার → মানবদেহের রক্তচাপ নির্ণায়ক
LookTutupComment