1. Religion is a necessity. Man is by nature religious. It is a great necessity for his spiritual existence. Without religion man can be turned into a beast. An irreligious man is not better than a lower animal.
বঙ্গানুবাদ : ধর্ম অত্যাবশ্যক। মানুষ স্বভাবগতভাবেই ধার্মিক। আধ্যাত্মিক অস্তিত্বের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়। ধর্ম ছাড়া একজন মানুষ পশুতে পরিণত হতে পারে। একজন অধার্মিক মানুষ নিকৃষ্ট পশুর চেয়ে ভালো নয়।
2. Health is wealth. A good health is a guarantee for happiness. A healthy poor man is more happy than a sick moneyed man. A healthy man is an asset his family. A sick man, on the other hand, is a liable to all.
বঙ্গানুবাদ : স্বাস্থ্যই সম্পদ। ভালো স্বাস্থ্যই সুখের নিশ্চয়তাস্বরূপ। একজন স্বাস্থ্যবান দরিদ্র মানুষ একজন রুগ্ণ ধনী ব্যক্তি অপেক্ষা অধিক সুখী। স্বাস্থ্যবান মানুষ তার পরিবারের সম্পদ। অন্যদিকে রুগ্ণ ব্যক্তি সবার কাছে বোঝাস্বরূপ।
3. Smoking is very harmful. It is expensive too. It pollutes the environment. Those who smoke cannot live long. So, everyone should give up smoking.
বঙ্গানুবাদ : ধূমপান খুবই ক্ষতিকর। এটি ব্যয়বহুলও। এটি পরিবেশকে দূষিত করে। যারা ধূমপান করে তারা বেশি দিন বাঁচতে পারে না। তাই প্রত্যেকের ধূমপান ত্যাগ করা উচিত।
4. The Computer is one of the greatest inventions of modern science. At present, it has become a part and parcel of modern life. The computer can perform the tasks of thousands of men in a very short time. It can run a business, play chess, or even compose music. It has brought revolutionary changes in our life.
বঙ্গানুবাদ : কম্পিউটার আধুনিক বিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার। বর্তমানে এটি আধুনিক জীবনের অপরিহার্য অংশে পরিণত হয়েছে। কম্পিউটার হাজার হাজার মানুষের কাজ অতি অল্প সময়ে করতে পারে। এটি ব্যবসা চালানো, দাবাখেলা এবং এমনকি গানের সুরারোপ করতে পারে। এটি আমাদের জীবনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।
5. It is very dificult to be great. Some qualities are required to become great. Honesty and courage are two of them. People of former times possessed these qualities. Now these qualities are very rare.
বঙ্গানুবাদ : মহৎ হওয়া খুবই কঠিন। মহৎ হতে হলে কিছু ভালো গুণ থাকা প্রয়োজন। সততা আর সাহসিকতা তাদের মধ্যে দুটি। অতীতে মানুষ এ গুণগুলোর অধিকারী ছিলেন। এখন এসব গুণ খুবই বিরল।
6. A happy man as he who is master of himself.He is well protected by honest thought and armed with simple truth. He is happy because he is not carried away with rumours but trusts his own conscience. He understand the principles of good life.
বঙ্গানুবাদ : একজন সুখী মানুষ তিনি যিনি নিজের মালিক। তিনি সৎ চিন্তা দ্বারা সুরক্ষিত এবং সহজ সত্যের সাথে সশস্ত্র। তিনি খুশি কারণ তিনি গুজব থেকে দূরে থাকেন এবং নিজের বিবেকের ওপর নির্ভর করেন। তিনি সুখী জীবনের মূল নীতিগুলি রপ্ত করতে সক্ষম ।
7. Education has no end. So you should keep up your reading. Many young men close their books when they have their degrees and learn no more. Therefore they very soon forget all they ever learnt.
বঙ্গানুবাদ : শিক্ষার শেষ নেই। সুতরাং তোমাদের পড়া চালিয়ে যাওয়া উচিত। অনেক যুবক ডিগ্রি পেয়ে বইপত্রের পাঠ চুকিয়ে দেয় এবং আর কিছু শেখে না। কাজেই তারা যা এতদিন শিখেছিল তা অতি শীঘ্র ভুলে যায়।
8. Man is the maker of his own fortune. We can not make our fortune or cannot prosper in life if we are afraid of labour. Some people think that success in life depends on luck or chance. Nothing like that can be farther from the truth. Hard labour is needed to achieve success in every walk of life.
বঙ্গানুবাদ : মানুষ তার নিজের ভাগ্য সৃষ্টিকারী। আমরা আমাদের ভবিষ্যত গড়তে পারবো না আর জীবনে উন্নতি করতে পারবোনা যদি আমরা শ্রমকে ভয় পাই।কিছু লোক মনে করে জীবনের সফলতা ভাগ্য বা সুযোগের উপর নির্ভর করে। এটাভেবে আমরা সত্যথেকে দূরে থাকা ছাড়া আর কিছুই পাবোনা। জীবনের প্রত্যেক সফলতার জন্য অবশ্যই কঠোর পরিশ্রম প্রয়োজন।
9. Work is another name of life. Idle persons have no place in the earth. So do not waste time. Wastage of time means wastage of life. Work and work. If you want to be happy, you are to do your duties regulay .
বঙ্গানুবাদ: জীবনের আরেকটি নাম হল কাজ। অলস লোকেদের পৃথিবীতে কোন স্থান নেই। তাই সময় নষ্ট করোনা। সময়ের অপচয় মানে জীবনের অপচয়। কাজ আর কাজ। তুমি যদি খুশি হতে চাও, তাহলে তোমার দায়িত্বগুলো যথাযথ ভাবে পালন করতে হবে।
10. Man is the architect of his own fate. If he makes a proper division of his time and does his duties accordingly, he is sure to improve and prosper in life, but if he does otherwise, he is sure to repent when it is too late and he will have to drag a miserable existence from day to day. To kill time is as culpable as to commit suicide.
বঙ্গানুবাদ : মানুষ তার নিজের ভাগ্যের নিয়ন্তা। যদি সে তার সময়কে সঠিকভাগে ভাগ করে তার কর্তব্য যথাযথভাবে পালন করে, তবে সে অবশ্যই জীবনে এগিয়ে যাবে এবং উন্নতি সাধন করতে পারবে। এর অন্যথা হলে তাকে অনুতাপ করতে হবে কিন্তু তখন সময় পেরিয়ে যাবে।দিনে দিনে সে এক দুঃখাত্মক পরিণতির দিকে এগিয়ে যাবে। সময়ের অপচয় করা আত্মহত্যা করার সামিল।
11. I am born in India. It is a world on itself. What is not in India is nowhere else. The geographical and natural beauty of my country is great to my eyes.
বঙ্গানুবাদ : ভারত আমার জন্মভূমি। এটি নিজেই একটি বিশ্ব। এমন কী আছে যা এখানে নেই। প্রাকৃতিক ও ভৌগোলিক সৌন্দর্যে আমার দেশ আমার চোখে অতুলনীয়।
12. Once a soldier was made a prisoner of war. After a few years the war ended and he was released. One day while he was walking near a market he saw a birdseller with a cage full of birds for sale. The soldier bought the cage and then set all the birds free one by one.
বঙ্গানুবাদ : একবার একটি সৈনিক একটি যুদ্ধে বন্দী হয়ে ছিল। কয়েক বছর পর যুদ্ধ শেষ হয়ে যায় এবং সে মুক্তি পায়। একদিন যখন সে একটি বাজারের কাছে ঘুরে বেড়াচ্ছিল, তখন সে একটি পাখি বিক্রেতাকে এক খাঁচা পাখি নিয়ে বিক্রি করতে দেখেছিল। সৈনিক খাঁচাটি কিনে নিলএবং তারপর সব পাখিগুলোকে একে একে মুক্ত করে দিল।
13. The real heroes are those whom theworld does not know. They work among the poor, among the distressed. They cannot expect any reward from them. They are moved by the sufferings of others and their main objects is to relieve those sufferings.
বঙ্গানুবাদ : আসল হিরো হ'ল তাঁরা যাঁরা জগতের কাছে অজ্ঞাত । তাঁরা দরিদ্র ওদুর্দশাগ্রস্ত মধ্যে কাজকরে। তারা তাদের কাছ থেকে কোন পুরস্কার আশা করতে পারে না। তাঁরা অন্যদের কষ্টের দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং তাদের প্রধান উদ্দেশ্য অন্যের যন্ত্রণা উপশম করা।
14. Home is the first school where the child learns his first lesson. He sees, hears and begins to learn at home. It is home that builds his character. In a good home honest and healthy men are made. Bad influence at home spoils a child.
বঙ্গানুবাদ : বাড়ি হল শিশুদের প্রথম স্কুল যেখানে সে তার প্রথম পাঠ শেখে। সে দেখে, শোনে এবং শিখতে শুরু করে বাড়িতেই। বাড়ি হল তাই যা শিশুর চরিত্র নির্মাণ করে । একটি ভালো বাড়ি সৎ এবং সুস্থ মানুষ তৈরি করে। বাড়িতে খারাপ প্রভাব একটি শিশুকে নষ্ট করে।
15. A Patriot is a man who loves his country, works for it and is willing to fight and die for it. Every soldier is bound to do his duty but the best soldiers do more than this. They risk their lives because they love the country.
বঙ্গানুবাদ : একজন দেশপ্রেমিক সেই যে তাঁর দেশেকে ভালবাসে, এটির জন্য কাজ করে,যুদ্ধ করতে চায় এবং এর জন্য মৃত্যু বরণ করে। প্রত্যেক সৈনিক তার কর্তব্য পালন করতে বাধ্য কিন্তু শ্রেষ্ঠ সৈনিক এর চেয়ে অনেক বেশি করে। তাঁরা জীবন ঝুঁকি নেয় কারণ তারা দেশকে ভালবাসে।
16. Man is a social animal. He cannot live alone. No person can be happy without having sincere friends. But selfish persons fail to make real friendship. Because to get love you must give love in return.
বঙ্গানুবাদ : মানুষ একটি সামাজিক প্রাণী। সে একা থাকতে পারে না। আন্তরিক বন্ধু ছাড়া কোনও ব্যক্তি সুখী হতে পারে না। কিন্তু স্বার্থপর ব্যক্তিরা প্রকৃত বন্ধুত্ব তৈরি করতে ব্যর্থ হয়। ভালবাসা পেতে হলে আপনাকে ভালোবাসা দিতে হবে।
17. Good books are storehouses of knowledge and wisdom. Anyone who has the key can enter there store houses and help himself. What is the key? Simply the ability to read.
বঙ্গানুবাদ : ভালো বই জ্ঞান ও প্রজ্ঞার ভাণ্ডার। যার কাছে চাবি আছে সে সেই ঘরে প্রবেশ করতে পারে এবং নিজেকে সমৃদ্ধ করতে পারে। চাবিটা কী? কিছুই নয় শুধুমাত্র পড়ার ক্ষমতা।
18. We should try to prosper in life. But we should not give up our sense of morality. If we compromise with dishonesty it would difficult for us to respect ourselves So it is important to choose the right way.
বঙ্গানুবাদ : আমদের জীবনে উন্নতির চেষ্টা করা উচিত কিন্তু আমাদের নৈতিক মূল্যবোধকে ত্যাগ করা উচিত নয়। যদি আমরা অসাধুতার সাথে আপোষ করি তবে আমাদের নিজেদেরকে সম্মান করার জন্য এটি কঠিন হবে সুতরাং সঠিক পথ নির্বাচন করা গুরুত্বপূর্ণ।
19. Patriotism is love for ones country. It is a powerful sentiment and wholly unselfish and noble. A patriot can sacrifice even his own life for the good of his country. It is an idealism that gives courage and strength. But false patriotism makes a man narrow-minded and selfish.
বঙ্গানুবাদ : দেশপ্রেম হল দেশের জন্য ভালোবাসা। এটি একটি শক্তিশালী অনুভূতি এবং সম্পূর্ণ নিঃস্বার্থ এবং মহৎ। একজন দেশপ্রেমিক তার নিজের দেশের জন্য তার নিজের জীবনকেওউৎসর্গ করতে পারেন। এটি একটি আদর্শবাদ যা সাহস ও শক্তি দেয়। কিন্তু মিথ্যা দেশপ্রেম একটি মানুষকে সংকীর্ণমনা ও স্বার্থপর করে তোলে।
20. It is very difficult to get rid of lead habits. So we should be very careful that we do not get into bad habits in own boyhood. Idleness is one such bad habit. Every boy and girl should be diligent.
বঙ্গানুবাদ : খারাপ অভ্যাস ত্যাগ করা খুব কঠিন। তাই ছোটো থেকে আমাদের খুব সতর্ক হওয়া উচিত যে আমরা খারাব অভ্যাসে পতীত হব না। অলসতা এমনই এক খারাপ অভ্যাস। প্রতিটি ছেলে ও মেয়েকে অধ্যবসায়ী হতে হবে।
21. The rainy season comes as a blessing to the people of Bengal. The peasant has ploughed the field and is eagerly writing for the welcome showers so they he may transplant the seedlings and grow the corns. As the rain comes his joy knows no bounds.
বঙ্গানুবাদ : বর্ষা বাংলার জনগণের উপর আশীর্বাদ হিসেবে বর্ষিত হয়। কৃষক ক্ষেতে চাষ দিচ্ছে আর বৃষ্টির কাছে প্রার্থনা করছে যাতে সে সে বীজ থেকে নূতন চারা বেরুতে আর ফসল ফলাতে সাহায্য করে।যখন বর্ষা আসে তখন তার আর আনন্দের কোনও সীমা থাকেনা।
22. Student life is the stage of preparation for future. This is the most important period of life. A student is young today. But he will be man tomorrow. He has different duties. He should perform them well. As a student, his first duty is to study and learn. He should be careful to his lessons.
বঙ্গানুবাদ : ছাত্রজীবন ভবিষ্যতের জন্য প্রস্তুতির স্তর। এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। একটি ছাত্র আজ তরুণ। কিন্তু আগামীকাল তাকে মানুষ হতে হবে। তার আছে বিভিন্ন কর্তব্য। তাকে সেগুলি ঠিকঠাক ভাবে পালন করা উচিত। একটি ছাত্র হিসাবে, তার প্রথম কর্তব্য অধ্যয়ন এবং শেখা। তাকে অবশ্যই তার পাঠ সম্পর্কে সচেতন হওয়া উচিত।
23. There was a King who lost his kingdom being defeated by his enemies. He wished to regain his kingdom at any cost. He collected troops and made six attempts one after another to drive away the enemies. At last he was crowned with success.
বঙ্গানুবাদ : শত্রুদের দ্বারা পরাজিত হয়ে এক রাজা তার রাজত্ব হারিয়ে ছিল। সে তাঁর রাজত্ব পুনরায় যে কোনো মূল্যে ফিরে পেতে চেয়েছিলো। সে অনেক সৈন্য সংগ্রহ করলো এবং শত্রুদের বিরুদ্ধে একের পর এক ছয়টি চেষ্টা করলো। অবশষে পর্যন্ত সে সাফল্য অর্জন করলো।
24. A real friend is he who remains true to us as long as he lives. He will share our sorrows as well our joys. He will stand by us in our hard times and is always ready to help us. He will risk everything, even his every life for the sake of his friend.
বঙ্গানুবাদ : একজন সত্যিকারের বন্ধু সে যে যতক্ষণ পর্যন্ত জীবিত থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথ দেয় । সে সুখের সঙ্গে সঙ্গে আমাদের দুঃখটাকেও ভাগাভাগি করে নেবে। কঠিন সময়েও সে আমাদের পাশে দাঁড়াবে এবং সবসময় আমাদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে। বন্ধুত্বের জন্য সে সবকিছু উৎসর্গ করবে এমনকি তার প্রত্যেক জীবন।
25. Wealth is no doubt necessary for happiness in life. But it has a tendency to concentrate in the hands of a few. The result is the rich become richer and the poor poorer. This is certainly a misuse of wealth. It should be fairly distributed among all, so that it may bring happiness to the greatest number of people in the society.
বঙ্গানুবাদ : জীবনে সুখের জন্য নিঃসন্দেহে সম্পদ প্রয়োজন। কিন্তু কম সংখ্যকের হাতে ধন কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা আছে। এর ফলে ধনীরা আরও ধনী হয়ে থাকে এবং দরিদ্ররা হয়ে যায় আরও দরিদ্র। এটা নিশ্চয়ই ধনের অপব্যবহার। এটা সকলের মধ্যে সমানভাবে বন্টন হওয়া উচিত, যাতে সমাজে অধিকাংশ লোকের কাছে এটি সুখ এনে দিতে পারে।
26. Our life is short but we have to do many things. Human life is nothing but a collection of moments. So we must not spend a single moment in vain. To kill time is to shorten life.
বঙ্গানুবাদ : আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত কিন্তু আমাদের অনেক কিছু করতে হবে। মানব জীবন কয়েকটি মুহুর্তের সমাহার ছাড়া আর কিছুই নয়। সুতরাং একটি মুহূর্তও অপচয়ে নষ্ট করা উচিত নয়।সময় কে নষ্ট করা মানে জীবনকে ছোট করা।
27. Honesty is a great virtue. If you do not deceive others, if you do not tell a lie; if you are strictly just and fair in your dealings with others, you are an honest man. Honesty is the best policy. An honest man is respect by all.
বঙ্গানুবাদ : সততা একটি মহৎ গুণ।যদি তুমি অন্যদেরকে প্রতারিত না করো,যদি তুমি মিথ্যা কথা না বলো; যদি তুমি অন্যদের সঙ্গে ব্যবহারে কঠোর ন্যায় পরায়ণ এবং দৃঢ় হও তাহলে তুমি একজন সৎ মানুষ। সততা একটি মহৎ পন্থা। একজন সৎ মানুষ সবার দ্বারা সম্মানিত হন।
28. India is my motherland. It is an ancient country. India is the second largest populated country in the world. All kinds of people lived here and speak in different languages, wear different costumes and observe customs but there is unity in diversity.
বঙ্গানুবাদ : ভারত আমার মাতৃভূমি। এটি একটি প্রাচীন দেশ। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ। সব ধরণের মানুষ এখানে বসবাস করতেন এবং বিভিন্ন ভাষায় কথা বলেন, বিভিন্ন পোশাক পরিধান করেন এবং বিভিন্ন দেশাচার পালন করেন কিন্তু সেখানে আছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য।
29. We are Bangalees as we live either in West Bengal or in Bangladesh. The language we open our mind with is Bengali. But we are the part of the human race spreading over the whole world. We must, therefore, remember that, first of all, we are men, then we are Bengalees or Indians.
বঙ্গানুবাদ : যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে বসবাস করি তাই আমরা বাঙালি। আমরা যে ভাষায় আমাদের মনের ভাব প্রকাশ করি তা হল বাংলা। কিন্তু আমরা সমগ্র বিশ্বে ছড়িয়ে থাকা মানব জাতির অংশ। অতএব, আমাদের মনে রাখতে হবে, প্রথমত, আমরা মানুষ, তারপর আমরা বাঙালি বা ভারতীয়।
30. No person can be happy without friends. But you can not receive affection unless you also give it.Love is to be obtained only by giving love in return. If your companions do not love you, it is your fault.
বঙ্গানুবাদ : কোনও ব্যক্তি বন্ধু ছাড়া খুশি হতে পারেনা। কিন্তু তুমি স্নেহ পাবেনা যতক্ষণ না তা তুমি অন্যকে দাও। ভালোবাসা শুধুমাত্র ভালোবাসার বিনিময়ে পাওয়া যায় । যদি তোমার সঙ্গীরা তোমাকে ভালোবাসেন না বাসে, তাহলে এটা তোমার দোষ।
31. "What ! you have had nothing to eat since yesterday, Kesto." Hemangini stood still for a while and then her eyes were filled with tears. Holding the hand of Kesto, she drew him close to her, made him sit beside her once again, heard everything from him and then said, "Why did not you come to me last night?"
Kesto remained silent. Hemangini wiped her tears with the border of her sari and said, "Look upon me as your dead mother from today." Kadambini heard everything in due course.
বঙ্গানুবাদ : কাল থেকে খাসনি! বলিস কি কেষ্ট? কিছুক্ষণ পর্যন্ত হেমাঙ্গি নী স্থির হইয়া রহিলেন, তাহার পর দুই চোখ জলে পূর্ণ হইয়া গেল। কেষ্টর হাত ধরিয়া টানিয়া আর একবার কাছে বসাইয়া একটি একটি করিয়া সব কথা শুনিয়া বলিল, কাল রাত্তিরে কেন এলি নে?
কেষ্ট চুপ করিয়া রহিল। হেমাঙ্গিনী আঁচলে চোখ মুছিয়া বলিলেন, আজ থেকে আমাকে তাের সেই মরা মা বলে মনে করি। যথাসময়ে সমস্ত কথা কাদম্বিনীর কানে গেল।
32. To see Gokhale at work was as much a joy as an education. He never wasted a minute. His private relations and friendships were all for public good. All his talks had reference only to the good of the country and were absolutely free from any trace of untruth and sincerity.
বঙ্গানুবাদ : গােখেলকে কাজ করতে দেখা শুধু আনন্দের নয় শিক্ষাপ্রদ বটে। তিনি এক মিনিট সময় নষ্ট করতেন না। জনকল্যাণের জন্যই তিনি ব্যক্তিগত সম্পর্ক এবং বন্ধুতা অব্যাহত রাখতেন। দেশের কল্যাণের জন্যই তিনি মত বিনিময় করতেন। তার মত বিনিময়ে এর মধ্যে কোন অসত্য বা ঐকান্তিকতার অভাব থাকতো না।
33. It is my believe that your work have a future in India. For India, especially for the women of India, there is a need for a true lioness . At present India is unable to produce such a spirited lady. So we have no other options, but to hire it from outside. For your education , sincerity , love and affection and firm resolve, you are the most suitable women, whom India needs. But there are obstacles too. Level of India's povert, superstition is beyond your imagination.
বঙ্গানুবাদ : আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তােমার একটা ভবিষ্যৎ আছে ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য, একজন প্রকৃত সিংহীর প্রয়ােজন। ভারতবর্ষ এখন মহিয়সী মহিলার জন্মদান করতে পারছে না। তাই অন্য জাতি থেকে ধার করতে হবে। তােমার শিক্ষা,কৌম্তিকতা, অসীম ভালােবাসা, দৃঢ়তা এসবের জন্য তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়ােজন। কিন্তু বাধাও আছে বহু, এদেশের দুঃখ, কুসংস্কার , দাসত্ব প্রভৃতি কি ধরণের তুমি ধারণা করতে পারবে না।
34. Today is the last day of the year. Young men and women become depressed as they have passed a year from their youth. One year has been passed from the term of the ill fated prisoner. It brings a limitless joy to him. As we have lost an old man today will get a young men tomorrow. Those pains that we are bearing under old age, those losses that we have faced and all those sufferings and hopes in our mind have been wiped out with his memory for tomorrow. It seems past year has passed after mocking us and present year has come like a serious school teacher - we are worried and surprised by fear and joy.
বঙ্গানুবাদ : আজ বৎসরের শেষ দিন যুবত্বকালের এক বৎসর গেলাে দেখে যুবক যুবতীরা বিষন্ন হলেন৷ হতভাগ্য কয়েদির নির্দিষ্টকালের এক বৎসর কেটে গেলাে দেখে আহ্লাদে আমাদের পরিসীমা রহিল না আজ বুড়ােটি বিদায় নিলেন, কাল যুবটি আমাদের উপর প্রভাত হবেনা বুড়াে বৎসরের অধীনে আমরা যেসব কষ্ট ভােগ করেছি যেসব ক্ষতি স্বীকার করেছি - আগামীর মুখ চেয়ে, আশার যন্ত্রনায়, আমরা সেসব মনে থেকে তারই সঙ্গে বিসর্জন দিলাম৷ ভূতকালে যেন আমাদের ভ্যাংচাতে ভ্যাংচাতে চলে গেলেন - বর্তমান বৎসর স্কুল মাস্টারের মতাে গম্ভীরভাবে এসে পড়লেন - আমরা ভয়ে হর্ষে তটস্থ ও বিস্মিতা।
35. Kolkata Book Fair was running in an euphoric way upto the year 2006.It had grown up in length and breadth. Publishers from different regions of India and different foreign countries had been attracted to this book fair. After that the venue of the book fair had been shifted twice by the order of the High court. Last year, it was organized in a hurry at "Yuvabharati Stadium". But it was noticed that the place was too small and communication system were also not good. Moreover, the situation became more adverse due to nature's fury and thunderstorms. The number of buyers were also decreased. The small publishers sustained a loss.
বঙ্গানুবাদ : ২০০৬ সাল থেকে কলকাতা বইমেলা চলেছে রমরমিয়ে দৈর্ঘ্যে প্রস্থে অনেক বেড়েছে। ভারতের নানা অঞ্চল থেকে এবং পৃথিবীর নানা দেশের প্রকাশকরা আকৃষ্ট হয়েছেন এই বইমেলায়। তারপর পরপর দু বছর উচ্চ আদালতের নির্দেশে বইমেলা স্থানান্তরিত হলে গত বছর তাড়াহুড়ো করে যুবভারতী ক্রীড়াঙ্গনে বইমেলা বসে ছিলা কিন্তু দেখা গেছে সেখানে মেলার পরিসর অনেক কম, যাতায়াত ব্যবস্থাও সুগম নয়া তার উপর প্রকৃতির বিরূপতায়, ঝড় বৃষ্টিতে দুর্ভোগ আরাে বেড়ে যায় এবং ক্রেতার সংখ্যা অনেক কম হয়। ক্ষতিগ্রস্ত হন বহু ছােট প্রকাশক।
36. Study of science is now a strong interest to students. There is no question about the importance of science as a curriculum. There are many benefits and possibilities. Study of science is so trend now that most students and their parents consider it as summit of life's goal. Life seems meaningless if you don't get a chance to study science. If you study science at the higher secondary level, therefore, it is considered eligible to sit in exam for studying engineering or medicine. By giving so much time in preparation for this entrance exam lessons of class twelfth are neglected. As a result, some pupils fail the higher secondary exam. Thereafter, sometimes they choose the path of suicide in despair. Teachers and parents should teach students to think correctly.
বঙ্গানুবাদ : বিজ্ঞান পাঠ এখন ছাত্রদের কাছে একটি উন্মাদনা। পাঠক্রম হিসাবে বিজ্ঞানের গুরুত্ব নিয়ে কোন প্রশ্ন চলে না| বিজ্ঞান পাঠের সুবিধা ও সম্ভাবনা অনেক। বিজ্ঞান পাঠ এখন এত জনপ্রিয় যে অধিকাংশ ছাত্র ও তাদের অভিভাবকরা একেই জীবনের চরম লক্ষ্য করে মনে করে। বিজ্ঞান পাঠের সুযােগ না পেলে জীবন অর্থহীন মনে করে। উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান পাঠ করলে তবেই ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ার জন্য পরীক্ষা দেওয়ার যােগ্য বলে বিবেচিত হয়। এই প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিতে এত সময় দেয় ছাত্ররা যে দ্বাদশ শ্রেণীর পাঠ অবহেলিত হয়। এর ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেউ কেউ অকৃতকার্য হয়। হতাশায় তারা তখন আত্মহননের পথ বেছে নেয় কখনাে কখনাে। শিক্ষক ও অভিভাবকদের উচিত ছাত্রদের ঠিক ভাবে ভাবতে শেখানাে।
37. Rabindranath's name and fame spread all over the world after he had been conferred with the Nobel prize. People from all the countries became very eager to go through his creations. His books started to be translated into various languages. Albeit he nourished great love for his motherland he never despised foreign countries, Rabindranath travelled Bengal with the message of union between East and West. Wherever he set his feet he was welcomed wholeheartedly and his words were listened with eagerness by people.
বঙ্গানুবাদ : নোবেল পুরস্কার লাভের পর রবীন্দ্রনাথের নাম সমস্ত পৃথিবীতে ছড়াইয়া পড়িয়াছিল। তাহার রচনা পড়িবার জন্য সর্বদেশের লােক উদীব হইয়া উঠিল। নানা ভাষায় তাহার গ্রন্থ অনুদিত হইতে লাগিল। দেশে প্রতি রবীন্দ্রনাথের প্রেম সুগভীর হইলেও বিদেশকে তিনি কখনও ঘুণা করেন নাই রবীন্দ্রনাথ তাহার এই প্রাচ্য ও প্রতীচ্যের মিলনের বাণী লইয়া বহুদেশ ভ্রমণ করিয়াছিলেন। যেখানেই তিনি গিয়াছেন, সেখানেই লেকে তাঁহাকে সাদর অভ্যর্থনা করিয়াছে এবং সাগ্রহে তাহার বাণী শ্রবণ করিয়াছে।
38. I consider that the greatest national sin is the neglect of the masses. No amount of politics would bear any value until the masses in Bangladesh are once-more well-educated, well-fed and well-cared for. They pay for our education, they build our mosques and temples, but in return they get kicks. In reality, they are like our slaves. If we want to regenerate Bangladesh, we must work for them.
বঙ্গানুবাদ : জনগণের প্রতি অবহেলাকে আমি সবচেয়ে বড়াে জাতীয় পাপ বলে মনে করি। কোনাে রাজনীতি থেকেই কোনাে ফল পাওয়া যাবে না, যতক্ষণ না বাংলাদেশের সাধারণ মানুষ আবার সুশিক্ষিত হয়, পর্যাপ্ত আহার পায়, এবং যথেষ্ট যত্ন লাভ করে। আমাদের শিক্ষার জন্য তারা অর্থ দেয়, তারা আমাদের মসজিদ আর মন্দির গড়ে দেয়, কিন্তু পরিবর্তে তারা পায় পদাঘাত। বাস্তবিক পক্ষে তারা আমাদের ক্রীতদাসের মতাে। আমরা যদি বাংলাদেশকে পুনর্জাগরিত করতে চাই, তবে তাদের জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে।
39. Pakistan has more nuclear weapons than India, said an expert from Sweden. Earlier, reports from various agencies showed that Pakistan had more and more nuclear bombs. However, experts say that the use of atomic bombs with only numbers can not be judged. It depends on the effectiveness of the Kiloton bomb on it Sweden's expert company reported in a report that Pakistan now has 140-150 nuclear bombs India has 130-140 China has twice the number of Pakistan, that is, about 280. India, China and Pakistan are continuously increasing the number and quality of missiles capable of carrying nuclear weapons from the ground, water and water. According to the agency, at the beginning of the year 2017, there were 14465 nuclear bombs in the hands of nine countries including America. Among them, North Korea had 10 to 20 weapons. Of them, 3750 bombs were in a suitable condition. At the beginning of the year 2018, there are 14935 bombs in the hands of the nine countries.
বঙ্গানুবাদ : ভারতের চেয়ে পাকিস্তানের হাতে বেশি পরমাণু বােমা রয়েছে বলে জানাল সুইডেনের এক বিশেষজ্ঞ সংস্থা। আগেও নানা সংস্থার রিপাের্টে পাকিস্তানের হাতে বেশি সংখ্যক পরমাণু বােমা থাকার কথা উঠে এসেছে। তবে বিশেষজ্ঞদের মতে, কেবল সংখ্যা দিয়ে পরমাণু বোমা উপযোগিতা বিচার করা যায় না। তা কত কিলোটন বােমা তার উপরেই কার্যকারিতা নির্ভর করে। সুইডেনের বিশেষ সংস্থাটি এক রিপাের্টে জানিয়েছে, পাকিস্তানের হাতে এখন ১৪০-১৫০টি পরমাণু বােমা রয়েছে। ভারতের হাতে আছে ১৩০-১৪০টি। চিনের হাতে রয়েছে পাকিস্তানের দ্বিগুণ অর্থাৎ প্রায় ২৮০টি। ভারত, চিন ও পাকিস্তান ভূমি, আকাশ ও জল থেকে পরমাণু হামলা চালানাের উপযােগী ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও মান ক্রমাগত বাড়াচ্ছে বলেও জানিয়েছে তারা। সংস্থাটির মতে, ২০১৭ সালের গােড়ায় আমেরিকা-সহ ন টি দেশের হাতে ১৪৪৬৫টি পরমাণু বােমা ছিল। তার মধ্যে উত্তর কোরিয়ার হাতে ছিল ১০ থেকে ২০টি। তার মধ্যে ৩৭৫০টি বোমা হামলা চালানাের উপযােগী অবস্থায় ছিল। ২০১৮ সালের গােড়ায় ওই নটি দেশের হাতে রয়েছে ১৪৯৩৫টি বােমা।
40. The child shows the man as the morning shows the day. He is a budding flower. He is the citizen of tomorrow. He is the future bread-earner of the family. A child cannot choose a way. A young man finds great difficulty in picking up his profession. Their tender age and lack of experience create an obstacle in their way.
বঙ্গানুবাদ : সকাল যেমন দিনের পূর্বাভাস দেয়, তেমনি শিশুই নির্দেশ করে ভবিষ্যতের মানুষটিকে। সে যেন ফুটনােখ পূষ্পকলি। আগামী দিনের নাগরিক সে। ভবিষ্যতে সেই করবে পরিবারের অন্নসংস্থান। একটি শিশু তার পথ বেছে নিতে পারে না। একজন যুবক তার পেশা নির্বাচনের ক্ষেত্রে অসুবিধায় পড়ে। তাদের অল্প বয়স এবং অভিজ্ঞতার অভাব তাদের পথে বাধা সৃষ্টি করে।
41. As the sun sank behind the hill-tops a long dark curtain upon the stage of day, and the intervening hills cut short the time in which light and shade mingle at sunset. I thought of going out for a ride, and was about to get up when I heard a footfall on the steps behind. I looked back, but there was no one.
বঙ্গানুবাদ : সূর্য যখন গিরিশিখরের অন্তরালে অবতীর্ণ হইল, তংক্ষণাৎ দিবসের নাট্যশালায় একটা দীর্ঘ ছায়াযবনিকা পড়িয়া গেল - এখানে পর্বতের ব্যবধান থাকাতে সূর্যাস্তের সময় আলো-আঁধারের সমিলন অধিকক্ষণ স্থায়ী হয় না। ঘােড়ায় চড়িয়া একবার ছুটিয়া বেড়াইয়া আসিব মনে করিয়া উঠিব-উঠিব করিতেছি , এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ । পাইলাম। পিছনে ফিরিয়া দেখিলাম- কেহ নাই।
42. The beauty of the Taj beggars description. It has been called a dream in marble and 'a teardrop on the cheek of time. The Taj is best seen in moonlight when the dazzling white of the marble is mellowed into a dream of softness.
বঙ্গানুবাদ : তাজমহলের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা অসম্ভব। একে বলা হয় মর্মর প্রস্তুরে নির্মিত এক স্বপ্ন এবং কালের কপােলতলে এক বিন্দু নয়নের জল। জ্যোৎস্নাকে যখন শুদ্র সমুজ্ল মর্মর প্রস্তর স্বপ্নিল পেলবতায় রুপান্তরিত হয়, তখন তাকে দেখায় সবচেয়ে সুন্দর।
43. Monsoon has come. The heat is gone. The roar of thunder and the flash of lightning are going on occasionally. The water has increased in the fountains of the hills. The rivers are now flooded. The mustard fields are drowned. The fences are broken. The poor cows are suffering a lot They are standing in knee-deep mud.
বঙ্গানুবাদ : বর্ষা নেমেছে। গরম আর নেই। থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে। পাহাড়ে ঝর্ণার জল বেড়ে উঠলাে। নদীতে বন্যা দেখা দিয়েছে। সরষে খেত ডুবিয়ে দিয়েছে।বেড়া ভেঙে দিয়েছে। বেচারা গরুগুলির বড় দুর্গতি। এক হাঁটু পাকে দাঁড়িয়ে আছে।
44. It is very difficult to get rid of bad habits. So we should be very careful that we do not get into bad habits. Idleness is such a type of bad habit. Every boy and girl should be diligent. They should shun idleness as a poison. It should be their duty to obey the superiors and carry out their orders .
বঙ্গানুবাদ : বদভ্যাস থেকে মুক্ত হওয়া কঠিন। তাই বাল্যকালে আমরা যাতে কোনােরূপ বদভ্যাসে অভ্যস্ত না হই, সেদিকে আমাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত। আলস্য এরূপ একটি বদভ্যাস। প্রতিটি বালক-বালিকাকে পরিশ্রমী হতে হবে। আলস্যকে তাদের বিষবৎ পরিত্যাগ করা উচিত। গুরুজনকে মান্য করা এবং তাদের আদেশ পালন করা তাদের কর্তব্য হওয়া উচিত।
45. Students have their own duties. They have duties themselves to their parents and relatives, to their country and to society at large. Student life is the seedtime of life. So a student should build up his health, form good habits and behave nicely. One of the surest ways to be good and great in life is to have genuine respect and love for one's parents and teachers and read the lives of great men.
বঙ্গানুবাদ : ছাত্রদের নিজস্ব কর্তব্য আছে। নিজেদের প্রতি, পিতামাতার প্রতি, আত্মীয়-স্বজনের দেশের প্রতি এবং সামগ্রিকভাবে সমাজের প্রতি তাদের কর্তব্য আছে। ছাত্রজীবন হলাে জীবনের বীজ বপনের সময়। সেজন্য একজন ছাত্রের উচিত তার স্বাস্থ্য গঠণ করা, ভালাে অভ্যাস গড়ে তােলা এবং ভালাে ব্যবহার করা জীবনে ভালাে এবং বড়াে হওয়ার নিশ্চিত পথগুলির অন্যতম পথ হলাে পিতামাতা ও শিক্ষকের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালােবাসা পােষণ করা এবং মহাপুরুষদের জীবনী পাঠ করা।
46. The most important thing for a citizen is simply to be a good man. He must try to be honest, just and merciful in his private life. This is his primary duty. The reason is not difficult to understand. The well-being of a state or city mainly depends on the moral character of its citizens.
বঙ্গানুবাদ : কোন নাগরিকের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন ভালো মানুষ হয়ে ওঠা। তাকে অবশ্যই তার ব্যক্তিগত জীবনে সৎ, ন্যায়পরায়ণ এবং সদয় হবার চেষ্টা করতে হবে। এটাই তার প্রাথমিক কর্তব্য। এর কারণ বোঝা কঠিন নয়। কোনো রাজ্য বা নগরের মঙ্গল মূলত নির্ভর করে তার নাগরিকদের নৈতিক চরিত্রের উপর।
47. This is our Bengal, our native country. How beautiful, how lovely the country is! The blue sky is over it. In that sky, the sun shines at dawn, stars twinkle in the evening and sometimes the moon smiles. Sometimes the sky becomes overcast with clouds, it thunders with a crash; it blows hard and it rains.
বঙ্গানুবাদ : এই আমাদের বংলা, আমাদের জন্মভূমি। এই দেশটি কি সুন্দর, কি মনোরম? এর মাথার উপরে নীল আকাশ। সেই আকাশে ভোরবেলা সূর্য কিরণ দেয়, সন্ধ্যায় তারাগুলি ঝিকমিক করে, এবং কখনো চাঁদের হাসি উছলে পড়ে। কখনো কখনো আকাশ ঘন মেঘে ঢেকে যায়, ঝড় ও বজ্রগর্জন সহ বৃষ্টিপাত হয়।
48. We cannot all be politicians or lead millions of people. We cannot all be heroes and fight for the freedom of the oppressed. But each one of us can make life happy for all around us. We can all look after our neighbor when he is sick, teach the ignorant, comfort the unfortunate and keep everything around us fresh, clean and tidy. We can all be kind, patient and loving. We can all be truthful, humble and obedient. These are the greatest things in life because without these the world can never be happy.
বঙ্গানুবাদ : আমরা সকলে রাজনৈতিক নেতা হতে পারি না। অথবা লক্ষ লক্ষ মানুষকে পরিচালনা করতে পারি না। আমরা সকলে বীর নায়ক হতে পারি না এবং নির্যাতিতদের মুক্তির জন্য সংগ্রাম করতে পারি না। কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের চারপাশের সকলের জীবনকে সুখী করতে পারি। আমরা আমাদের পীড়িত প্রতিবেশীর সেবা করতে পারি, নিরক্ষরকে শিক্ষিত করতে পারি, হতভাগ্য ব্যক্তিকে একটু আরাম দিতে পারি এবং আমাদের চারপাশের সবকিছুকে পরিচ্ছন্ন রাখতে পারি। আমরা সবাই সদয় এবং ধৈর্যশীল হতে পারি এবং মনের মধ্যে ভালোবাসা পোষণ করতে পারি। আমরা সত্যবাদী, বিনয়ী এবং বশংবদ হতে পারি। এগুলিই জীবনের সবচেয়ে বড় ব্যাপার, কারণ এগুলি ছাড়া পৃথিবী কখনোই সুখী হতে পারে না।
49. The computer is the new miracle of science. It can make thousands of calculations in a moment. This computer can store in its memory millions of facts and figures. It can also recall them at ease. In Bangladesh, the use of computers is growing rapidly. In developed countries, computers are used in Banks, shops, airlines, offices, libraries, everywhere. Bangladesh is eager to advance on computer technology. It seems that computers are going to dominate the future of human civilization.
বঙ্গানুবাদ : কম্পিউটার হলো বিজ্ঞানের নূতন ধরনের অলৌকিক রহস্য। এতে মুহূর্তের মধ্যে হাজার হাজার গণনা করা যায়। এই কম্পিউটার লক্ষ লক্ষ ঘটনা এবং সংখ্যাকে স্মৃতিতে সঞ্চিত রাখতে পারে। এটা আবার সহজে সেগুলিকে স্মরণ করতে পারে। বাংলাদেশে কম্পিউটারের ব্যবহার দ্রুত গতিতে বাড়ছে। উন্নত দেশগুলিতে ব্যাংক, দোকান, বিমান পরিষেবা, অফিস, লাইব্রেরি সর্বত্রই কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশও কম্পিউটার প্রযুক্তির অগ্রগতিতে আগ্রহী। মনে হয়, কম্পিউটার ভবিষ্যৎ মানব সভ্যতার উপর প্রাধান্য বিস্তার করবে।