Forms of Verb & Its Usages

Right form of verbs

Right forms of verbs এর চারটি সহজ সূত্র:

আমরা জানি, verb এর রুপসূমহ:

i.    Do       - V1.    - Present Form
ii.   Does.  -V1+ s/es    -Present  with s/es
iii.  Did.      - V2.     - Past Form
iv.  Done.   - V3.      - Past Participle
v.   Doing.  -V+ing.   - Present Participle
vi.  To do.  - To +V1.  - Infinitive

Examples:-

1.Base form(V1)-Eat, go
2.Past form(V2)-ate,went
3.Past pa(V3)-eaten,gone
4.S/es form(V1+s/es)-eats,goes..
5.Gerund form-(v+ing)-eating, going..
6.Infinitive form-(to+V1)-to eat,to go..

এবার,

*To Do verb সূমহ: Do,Does,Did.

*To Be verb সূমহ: Am,is,are,was,were,shall be/will be,have been,has been,shall have been/will have been.

*To Have Verb সূমহ: Have,has,had,shall have,will have 

*Modal & Semi-Modal সূমহ: Shall,should, will,would, can, could, may,might,must,need dare,used to,ought to,am to,are to,is to,was to,were to,have to,has to,had to ইত্যাদি।

এবার আসি মাত্র চার টা সূত্রতে : 

                            সুত্র-১:

(Modal Related) অর্থাৎ প্রশ্নে Modal থাকলেই চোখ বন্ধ করে উত্তর দিয়ে দিবে।

                 1.Modal+V1
                 2.Modal+be+V3
                 3.Modal+have+V3

উদাহরণ :

1.She might have(hear) the name of DD.
=heard হবে।

খেয়াল করো,উপরের সূত্রতে বলা হয়েছে Modal+Have থাকলেই V3 হবে। এজন্য Hear এর জায়গায় Heard হয়েছে। কারন Might হচ্ছে Modal আর Might এর পরে Have আছে।

2.It can easily be(solve) within seconds.
=Solved হবে।

এটাও সহজ। উপরে লেখাই আছে। Modal+be verb থাকলেই V3 হবে।
Can হচ্ছে Modal,এর সাথে be আছে এজন্য Solve এর জায়গায় Solved.

3. They must (following) the rules of behave.. =follow হবে।

কারন উপরে বলাই আছে শুধু Modal থাকলে V1 হয়

                         সূত্র-২:

(Do,Does,Did সংক্রান্ত)

           1.To Do verb+V1
           2.TO Have Verb+V3 হবে।

উদাহরণ :

1. She did not (phoned) me last night. 
= phone হবে,

কারন উপরে বলাই আছে Do verb থাকলেই V1 হয়

2.Have you ever (is) in Murshidabad.
=Been হবে।

কারন উপরে বলাই আছে Have verb থাকলেই V3 হয়। IS এর V3 হচ্ছে been..

                        সূত্র-৩:

Preposition থাকলেই V1 এর সাথে ing যোগ হবে।

শুধু একটা preposition এর ক্ষেত্রে ing হবে না। সেটা হচ্ছে To থাকলে জাস্ট V1 হবে।

উদাহরণ- 

1.To(buy) a pen,she went to New Market
=buy হবে,

কারন উপরে বলাই আছে। জাস্ট To এর পরে V1 ই হয়,সুতরাং যা আছে, তাই ই হবে।

2. for (buy) a pen,she went to new.
=buying হবে।

কেনোনো preposition থাকলেই ing হবে। সেটা আগেই বলে দিয়েছি। for একটি preposition এটা তোমরা জানো! এজন্যই ing হয়েছে।

                           সূত্র-৪:

( be verb সংক্রান্ত

1. To be verb হলে (V1+ing) হবে।এখানে মনে রাখতে হবে active voice হলে Sub নিজে verb এর কাজ করে 

2.To be verb+V3, এক্ষেত্রে Passive voice হলে Sub অলস থাকে।

উদাহরণ :

1.Sugar is(import) from Brazil..
=Imported হবে।

কারন এখানে সাবজেক্ট Sugar অলসকারন চিনি ব্রাজিল থেকে আনা হয়। এটা কেউ আনে। চিনি হেটে হেটে চলে আসে না। তাই be verb এর V3 হবে। import এর V3 হচ্ছে Imported.

2.Govt is (import) sugar from Brazil.
=importing হবে।

কারন এখানে সাবজেক্ট নিজে কাজ করে। Govt সাবজেক্টআর Govt নিজে এটা ব্রাজিল থেকে আনে।

এছাড়াও জেনে রাখার জন্য বলছি, 

* ONU ARE DOGS হলে V1 হয়

O=Open,N=Normally,U=Usually, A=Always, R=Regular, E=Everybody, D=Daily,O=Ocusanily,G=Generally, S=Sometimes এগুলা থাকলেই present form হবে অর্থাৎ V1 হবে। 3rd person singular হলে S/Es হবে।

উদাহরণ :

1.They (visited) the place often 
=visit হবে,

কারন খেয়াল করো, ONU ARE DOGS এর যেকোনো একটা এখানে আছে আই মিন Often আছে।

2. She (attend) my class regularly.
=attends হবে।

She 3rd person singular.

** YALOLALA কিংবা অতীতের কিছু থাকলেই V2 হয়

YALOLA দিয়ে হয়= Yesterday, A=Ago,
Lo=Longtime, long long ago
LA=Last time,last year.. 

উদাহরণ :

I (see) him last time
=Saw হবে।

কারন YOLALA এখানে আছে দেটস মিন last time আছে।

*** JJAYLERS কিংবা এই মাত্র হয়েছে বললেই V3 অর্থাৎ PP হবে।

JJAYLERS দিয়ে J=Just,J=just now,A=Already,L=Lately, E=Even,R=Regularly বুঝায়।

উদাহরণ :

I ( Receive) your Sms just now
=have Received হবে

কারন এখানে Just now আছে। আর আমরা জানি JJAYLERS থাকলেই V3/PP হয়। 
এই হচ্ছে Right form of verbs ।

LookTutupComment