প্রথম ভারতীয় মহিলা

*রাষ্ট্রপতি
প্রতিভা পাটিল (2007)











































































- কল্পনা চাওলা:- প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী-1997।
- ভানু আথৈয়া:- প্রথম ভারতীয় মহিলা অস্কার বিজয়ী, "গান্ধী" ছবিতে কস্টিউম ডিজাইনার- 1983।
- 23. গুঞ্জন সাক্সেনা:-প্রথম ভারতীয় মহিলা সামরিক অফিসার, ফ্লাইট লেফটেন্যান্ট।
- 24. অবনী চতুর্বেদী:- ভারতের প্রথম মহিলা যোদ্ধা পাইলট ফ্লাইং অফিসার First Combat Pilot 2016 june।
- 25. শিভাঙ্গি:- প্রথম ভারতীয় মহিলা নৌসেনা পাইলট 2019
- অরুণিমা সিনহা:- বিশ্বের/ভারতের প্রথম মহিলা অ্যাম্পিটি/পা বাদ যাওয়া এভারেস্ট জয়ী-21 মে 2013।
- স্মৃতি মান্ধানা:- ভারতের প্রথম মহিলা ক্রিকেটার যিনি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার মাটিতে সেঞ্চুরি করেছেন এবং প্রথম ওয়ানডে তে ডবল সেঞ্চুরি করেন।
- মিতালী রাজ:- প্রথম মহিলা ক্রিকেটার 200 ODI ম্যাচ খেলেছেন, সর্বোচ্চ রান ও সর্বোচ্চ 50 রানের অধিকারী, T20তে 2000 রানের গন্ডি পার করেছেন৷ টেস্ট ক্রিকেটে ডবল সেঞ্চুরি করেন-2004, প্রথম ও একমাত্র মহিলা আন্তজার্তিক ক্রিকেটে 20 বছর এ পূরণ করেছেন।
- ঝুলন গোস্বামী:-প্রথম বাঙালি ভারতীয় ক্রিকেট অধিনায়িকা।
- মেরী কম:- প্রথম ভারতীয় মহিলা বক্সার এশিয়ান গেমসে সোনাজয়ী।
- কার্ণম মালেশ্বরী:- ভারতের প্রথম মহিলা ভারোত্তোলনে অলিম্পিকে ব্রোঞ্জ পদক জেতেন- 2000।
- মমতা ব্যানার্জী:- ভারতের প্রথম বাঙালি মহিলা রেলমন্ত্রী 13-10-99,প্রথম মহিলা কয়লামন্ত্রী,পশ্চিম বঙ্গে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী-20-05-11,প্রথম মহিলা আঞ্চলিক দল তৈরি করেন, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে সর্বাধিক বই লেখেন।