Know About Human Body

 

মানবদেহ (Human Body)

1. গর্ভাবস্থার সময় -280 দিন

2. নতুন জন্মের শিশুর গড় ওজনের - 2.6কেজি

3. নবজাত শিশুর হাড় সংখ্যা - 300

4. প্রাপ্তবয়স্কের হাড় সংখ্যা - 206

5. পাঁজর সংখ্যা -24 (12 জোড়া)

6. মুখে হাড় সংখ্যা -14

7. বুকে হাড় সংখ্যা - 25

8. পায়ে হাড় সংখ্যা(একটি পা) - 30 (Femur (1) Tibia and fibula (1,1) Tarsals (7) Metatarsals(5) Phalanges(14) Patella (1)

9. প্রতিটি কব্জিতে হাড় সংখ্যা - 8

10. হাতের হাড় সংখ্যা (একটি হাত)- 30-(Humerus (1) Radius(1) Ulna(1) Carpals (8) Metacarpals(5) Phalanges(14)

11. প্রতিটি মানুষের প্রতিটি কানের হাড় সংখ্যা -3

12. পেশী সংখ্যা - 639

13. মানুষের বাহুতে পেশী সংখ্যা -72

14. বৃহত্তম কোষ - স্নায়ু কোষ

15. মস্তিষ্কের বৃহত্তম অংশ - সেরিব্রাম

16. বৃহত্তম এবং শক্তিশালী হাড়- Femur(থাই)

17. ছোট হাড়- স্ট্যাপিস(কান)

18. দুধের দাঁতের সংখ্যা -20

19. কিডনি সংখ্যা - 2

20. হৃদয়ে চেম্বার সংখ্যা - 4

21. বৃহত্তম গ্রন্থি - লিভার

22. ছোট কোষ- রক্তকোষ

23. স্বাভাবিক রক্তচাপ - 120/80(systolic/diastolic)

24. এক মিনিটের মধ্যে পালস হার -72 বার

25. শারীরিক তাপমাত্রা - 36.9°C (98.4 F)

26. গড় রক্তের পরিমাণ - 4-5 লিটার

27. দেহের রক্তের PH মান -7.4

28. লোহিত রক্ত কণিকার গড় আয়ু - 120 দিন

29. শ্বেতকণিকা গড় আয়ু- 1-15 দিন

30. অনুচক্রিকা গড় আয়ু- 5-10 দিন

31. মানব কোষে ক্রোমোজোমের সংখ্যা - 46(23 জোড়া)

32. প্রথম স্থানান্তরিত অঙ্গ-বৃক্ক (kidney)

33. চোখের কর্ণিয়াতে কোনো রক্ত সরবরাহ হয় না। চোখের কর্ণিয়া সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে।

34. ক্যামেরার পরিভাষায়, মানুষের চোখ 576 মেগাপিক্সেলের। 

35. আঙুলের ছাপ কোন সময় থেকে তৈরি হয়?  → মাত্র 3 মাস বয়সে। তাও ভ্রুণ অবস্থায়।

36. মস্তিষ্ক কত দ্রুত স্নায়ুতে অনুভূতি প্রেরণ করে জানেন? 274 কিমি প্রতি ঘণ্টা।

37. মানুষ কখনোই চোখ খোলা রেখে হাঁচি দিতে পারে না।

38. পৃথিবীতে মানুষ একমাত্র চিৎ হয়ে ঘুমোয়।

39. তেষ্টা পাওয়া মানে - শরীর 1 শতাংশ জল ইতিমধ্যেই হারিয়ে ফেলেছে।

40. একজন মানুষ প্রতিদিন গড়ে 6 ঘন্টা করে ঘুমালে সে যদি 50 বছর বাঁচে তবে তার জীবনের 12.5 বছর ঘুমের মধ্যেই কাটায়।

41. জীবদ্দশায় এক জন মানুষ কত তথ্য মনে রাখতে পারেন?  → প্রায় 150 লক্ষ কোটি।

42. মানুষের মস্তিষ্কের স্মৃতিশক্তি হার্ডড্রাইভে 4 টেরাবাইট সমান।

43. গড়ে 90% মানুষই তাদের স্বপ্নের কথা ভুলে যায়।

44. আপনি না খেয়ে মরার আগে না ঘুমিয়ে মারা যেতে পারেন। একজন মানুষ টানা 10 দিন না ঘুমালে মারা যেতে পারে।

45 জিহ্বায় প্রায় 8000 স্বাদ রয়েছে। এর প্রতিটিতে 100টির মতো কোষ থাকে যা খাবারের স্বাদ পেতে সহায়তা করে!

46. ঠোঁটের ছাপ, জিভের ছাপ, আঙুলের ছাপের মতই, একজন মানুষের ঠোটের ছাপ অন্য আরেকজন মানুষের ঠোঁটের ছাপের সাথে কখনোই মিলবে না।

47. মানুষের মুখের লালায় ওপিওরফিন নামে এক পেনকিলার পাওয়া যায়, যেটা মরফিনের থেকে 6 গুণ বেশি শক্তিশালী। 

48. বাম-হাতের মানুষদের চেয়ে ডান-হাতের মানুষরা বেশি দিন বাঁচে। সাধারণত বাঁ-হাতির সংখ্যা পুরুষদের মধ্যে বেশি।

গবেষণায় দেখা গেছে, সাধারণত বাঁ-হাতিরা বেশি উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন হয়ে থাকে। ক্রিস এমসি ম্যামস ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে প্রকাশিত । ১৯৮৯ এবং ১৯৯১ সালে প্রকাশিত দুটি বৈজ্ঞানিক প্রবন্ধে বলা হয়েছিল, বাঁ-হাতিদের জীবনকাল ডানহাতিদের চেয়ে কম হয়। কিন্তু সম্প্রতি এক গবেষণায় ক্যালিফোর্নিয়ার গবেষকরা এই কথাটি নাকচ করে দিয়েছেন।

নির্দিষ্ট সময়ের আগে জন্মগ্রহণকারী বেশির ভাগ শিশুই বাঁ-হাতি হয়। গর্ভাবস্থায় এবং প্রসবের সময় সন্তানের অবস্থান এবং প্রিম্যাচিউর (অর্থাৎ ২৪ সপ্তাহের আগে এবং জন্মগত ওজন ১.৫ কেজির কম হলে) হলে বামহাতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মা-বাবা দুজন বাঁ-হাতি হলে সন্তানদের শুধু শতকরা ২৬ জন বাঁ-হাতি হওয়ার সম্ভাবনা থাকে।

49. মেয়েদের তুলনায় ছেলেদের জিভে স্বাদকোরক কম থাকে।

50. যখন একটি কাশি দেয়া হয় তখন এটার গতিবেগ থাকে ঘন্টায় 60 মাইল। একটি হাঁচির গতিবেগ সর্বোচ্চ 100 মাইল পর্যন্ত হতে পারে।

51. নিজের নাক টিপে ধরে রেখে গুন গুন করা অসম্ভব

52. একজন মহিলা গড়ে প্রতিদিন 7000 টি শব্দ বলেন। যেখানে পুরুষরা মাত্র 2000 এর কিছু বেশি শব্দ বলেন।

53. দেহের বৃহত্তম পেশি গ্লুটিয়াস ম্যাক্সিমাস

54. দেহের দীর্ঘতম পেশি → সারটোরিয়াস

55. দেহের ক্ষুদ্রতম পেশি → স্টেপিডিয়াস

56. দীর্ঘতম ধমনী → অ্যাওর্টা

57. দীর্ঘতম স্নায়ু  → সায়াটিক স্নায়ু

58. বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি  → থাইরয়েড

59. ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি  → পিনিয়াল বডি

60. বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি  → যকৃৎ

61. বৃহত্তম লসিকা গ্রন্থি  → প্লিহা

62. বৃহত্তম লালাগ্রন্থি  → প্যারোটিড গ্রন্থি

63. মানুষের মুখ থেকে পেটে খাবার যেতে লাগে মাত্র 7 সেকেন্ড।

64. স্বাভাবিক একজন মানুষ দৈনিক ছ'বার মূত্রত্যাগ করেন।

65. মানবদেহের সকল স্নায়ুর মোট দৈর্ঘ্য 45 কিলোমিটার।

66. পৌস্টিকনালীর দৈর্ঘ্য 9 মিটার।

67. জন্ম থেকেই মৃত্যু পর্যন্ত মানুষের চোখের কর্ণিয়ার আকৃতি একই যা বৃদ্ধি পায় না।

কিন্তু মানুষের নাক এবং কানের বৃদ্ধি বন্ধ হয় না।

68. মানুষের হাতের নক, পায়ের নকের থেকে 4 গুণ দ্রুত বৃদ্ধি পায়।

69. মানব শরীরে একমাত্র দাঁতের ক্ষয়পূরণ হয় না। শরীরে যে পরিমাণ ক্যালসিয়াম আছে তার 99% এর অবস্থান দাঁতে।

70.মানুষের মাথার খুলি ২৯টি হাড় দিয়ে গঠিত(Cranium - 8 Face - 14 Hyoid - 1 Ossicles (ear bones) -6)

71.মানুষের শরীরের 5 জায়গায় প্লালস দেখা যায় (1.Carotid- গলাতে 2.Radial- হাতে 3.Tibial- পায়ে 4.Brachial and Femoral - থাই ও কনুই।


LookTutupComment