ইংরেজির মজাদার তথ্য

সুন্দর যে ফুল = বিউটিফুল (Beautiful)
→ রঙিন যে ফুল = কালারফুল (Colourful)
→ ঘর-ভর্তি ফুল = হাউজফুল (Houseful)
→ হাত-ভর্তি ফুল = হ্যান্ডফুল (Handful)
→ যত্নে লালিত যে ফুল = কেয়ারফুল(Care ful)
→ আশ্চর্য ধরণের ফুল = ওয়ান্ডারফুল (Wonder ful)
→ বেদনাদায়ক ফুল = পেইনফুল (Painful)
→ লজ্জাবতী ফুল =শেমফুল (Shame ful)
→ কৃতজ্ঞতা জানানোর ফুল = থ্যাংকফুল(Thank ful)
→ সাহায্যকারী ফুল = হেলপফুল (Help ful)
→ সফলতার প্রতীক যে ফুল = সাকসেসফুল (Success ful)
→ অনেক শক্তিশালী যে ফুল = পাওয়ারফুল (Powerful)
→ মনে শান্তি আনে যে ফুল = পিসফুল (Peace ful)


ডিম আর আপেল পাশাপাশি রাখুন, দেখবেন বেগুন হয়ে গেছে।
Egg : ডিম।
Apple : আপেল।
Eggapple : বেগুন।
মহিলার পাশে আংগুল রাখুন, দেখবেন ঢেঁড়শ হয়ে গেছে।
Lady's : মহিলা।
Finger : আঙ্গুল।
Lady'sfinger : ঢেঁড়শ।
শক্ত খুঁটির সারি দিয়ে কিভাবে চড়ুই পাখি হয় দেখুন।
Spar : শক্ত খুঁটি। 
Row : সারি।
Sparrow : চড়ুই পাখি।
সাথে দাঁড়ালে কিভাবে প্রতিরোধ হয় দেখুন।
With : সাথে।
Stand : দাঁড়ানো।
Withstand : প্রতিরোধ করা।
কাজ আর দোকান মিলে কিভাবে কারখানা হয় দেখুন।
Work : কাজ। 
Shop : দোকান।
Workshop : কারখানা।
হাত ও কিছু দিয়ে সুদর্শন বানাতে চান তাহলে :
Hand : হাত।
Some : কিছু।
Handsome সুদর্শন।
কথা আর খেলা মিলে কিভাবে বুদ্ধিদীপ্ত হয় দেখুন।
Word : কথা। 
Play : খেলা।
Wordplay : বুদ্ধিদীপ্ত।
পৃথিবী আর পোকা মিলে কিভাবে নীচব্যক্তি হয় দেখুন।
Earth : পৃথিবী।
Worm : পোকা।
Earthworm : নীচব্যক্তি।
কৌশল ও তার সমন্বয়ে কিভাবে পাখির পালক হয় দেখুন।
Feat : কৌশল।
Her : তার।
Feather : পাখির পলক।
দেখ ও একটি পাশাপাশি বসে কিভাবে ঋণ হলো।
Lo : দেখ।
An : একটি।
Loan : ঋণ।
বাহির আর প্রবণতা মিলে কিভাবে সমাজচ্যুত হয় দেখুন।
Out : বাহির।
Cast : প্রবণতা। 
Outcast : সমাজচ্যুত।
বাহিরের সাধারণ দক্ষতা দিয়ে কিভাবে উৎপাদন হয় দেখুন।
Out : বাহির। 
Turn : সাধারন দক্ষতা।
Outturn : উৎপাদন।
বাইরে খ্যাতি দিয়ে কিভাবে অসাধারণ হয় দেখুন।
Out : বাইরে।
Standing : খ্যাতি।
Outstanding : অসাধারণ।
ভালো আচরণ বাইরে প্রকাশ পেলে সেটাই হয় সাজসজ্জা।
Turn : ভালো আচরণ।
Out : বাহির। 
Turnout : সাজসজ্জা।
ততক্ষণে দৃষ্টির সীমা কিভাবে নিদর্শন সৃষ্টি করলো দেখুন।
To : ততক্ষণে। 
Ken : দৃষ্টিসীমা।
Token : নিদর্শন।
কাঠেরখন্ড ও মাথা একসাথে মিলে কিভাবে নির্বোধ হয় দেখুন।
Block : কাঠের খোদাই। 
Head : মাথা।
Blockhead : নির্বোধ।
দশ ও পিঁপড়া মিলে কিভাবে ভাড়াটিয়া হয় দেখুন।
Ten : দশ। 
Ant : পিঁপড়া।
Tenant : ভাড়াটিয়া।
তার কৌশল মিলেমিশে কিভাবে হৃৎপিণ্ড হয় দেখুন।
He : তার। 
Art : কৌশল।
Heart : হৃৎপিণ্ড।
অনুসন্ধান আর মানুষ মিলে কিভাবে পাহারাদার হয় দেখুন।
Watch : অনুসন্ধান। 
Man : মানুষ।
Watchman : পাহারাদার।
অধীনে ও স্থায়ী পাশাপাশি হলে কিভাবে সহানুভূতিশীল হয়, দেখুন।
Under : অধীনে।
Standing : স্থায়ী।
Understanding : সহানুভূতিশীল।
Collected
LookTutupComment