সংসদ প্রবর্তিত একাদশ শ্রেণীর ভূগোল নমুনা প্রশ্নোত্তর ২০২৪

 

সংসদ প্রবর্তিত নমুনা প্রশ্নোত্তর

                                                                    একাদশ শ্রেণি

ভূগোল                                         প্রথম সেমিস্টার                                              পূর্ণমান : 35

Part-A

1. মানচিত্র অঙ্কন, প্রস্তুত এবং অধ্যয়ন যিনি করেন, তাদের কী বলা হয়?

a) পরিসংখ্যানবিদ

c) কাটোগ্রাফার

b) জনসংখ্যা বিশারদ

d) ইঞ্জিনিয়ার

Ans: (c)


2. নিম্নলিখিত স্তম্ভগুলির থেকে সঠিক জোড়া তৈরি করো এবং সঠিক বিকল্প চিহ্নিত করো:-

স্তম্ভ-1                    স্তম্ভ-2

(i) দর্শন                 (a) সমুদ্র বিদ্যা

(ii) ভূ-তত্ত্ব              (b) ভূগোল চিন্তন

() ভু-জলবিদ্যা     (c) সাংস্কৃতিক ভূগোল

(iv) নৃতত্ত্ববিদ্যা        (d) ভূমিরূপ বিদ্যা

a) i)d, ii)a, iii)b, iv)c

b) i)b, ii) d, iii)a, iv)c

c) i)b, ii)d, iii)c, iv)d

d) i)c, ii)a, iii)b, iv)d

Ans: (b)


3. ছায়াপথ গুলির মধ্যে দূরত্ব-

a) স্থিতিশীল

b) হ্রাসমান

c) ক্রমবর্ধমান

d) বিকল্পভাবে ক্রমবর্ধমান ও হ্রাসমান।

Ans: (c)


4. নির্দেশনা: নীচে এই প্রশ্নের দুটি বিবৃতি দেওয়া হয়েছে, যার একটি দাবী হিসাবে (A) এবং অপরটি কারণ হিসেবে (R) আছে। দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে কোন বিকল্পটি সঠিক?

দাবী (A): পৃথিবীর স্তরযুক্ত কাঠামো আছে।

(R): পৃথিবী পৃষ্ঠ থেকে যত পৃথিবীর অভ্যন্তরে যাওয়া যাবে তত পর্দাথের ঘনত্ব কমতে থাকবে।

a) A ও R দুটিই সঠিক এবং R হলো A এর সঠিক সংখ্যা।

b) A ও R দুটিই সঠিক কিন্তু, RA এর সঠিক সংখ্যা নয়।

c) A হলো সঠিক, কিন্তু R সঠিক নয়।

d) A হলো মিথ্যা, কিন্তু R হলো সঠিক

Ans: (c) 


5. ভূমিকম্পের তরঙ্গ যে অঞ্চলে রেকর্ড হয় না, সেটি পরিচিত যে অঞ্চল নামে-

a) ছায়া অঞ্চল

b) রামধনু অঞ্চল

c) কৃষ্ণ অঞ্চল

d) আলোকিত অঞ্চল

Ans: (a)


 6. মহাদেশীয় ভূত্বকের গড় গভীরতা হলো-

a) 5 km.

b) 15 km.

c) 20 km.

d) 30 km

Ans: (d)


7. কোন ধরনের আগ্নেয়গিরিতে সান্দ্র লাভা প্রবাহিত হয়?

a) ক্যালডেরা

b) শিশু আগ্নেয়গিরি

c) বিমিশ্র আগ্নেয়গিরি

d) গিজার

Ans: (c)


8. ________ যন্ত্রের দ্বারা ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি রেকর্ড করা হয়।

a) সিসমোগ্রাফ

b) রিখটার স্কেল

c) মার্কাল্লি স্কেল

d) ক্লাইনোমিটার

Ans: (a)


9. যে ধরনের শক্তির মাধ্যমে মহাদেশ গঠিত হয়, সেটি হলো-

a) অন্তর্জাত শক্তি

b) বহির্জাত শক্তি

c) কোরিওলিস শক্তি

d) ভৌগোলিক শক্তি

Ans: (a)


10. নিম্নলিখিত কোনটি সুনামির জন্য দায়ী নয়?

a) সামুদ্রিক ভূমিকম্প

b) অগ্ন্যুৎপাত

c) মহীসোপান বরাবর ভূমিধ্বস

d) মৃত্তিকা ক্ষয়

Ans: (d)


নিম্নলিখিত গ্রাফ অধ্যয়ন করো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও (11, 12 ও 13 নং প্রশ্ন):-



11. নিম্নলিখিত কোন্ বায়ুমণ্ডলীয় স্তরে ওজোনের ঘনত্ব সর্বাধিক?

a) Layer I

b) Layer II

c) Layer III
d) Layer IV

Ans: (b)


12. বায়ুমণ্ডলের কোন্ যুগ্ম স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উন্নতার বৃদ্ধি হচ্ছে?

a) Layer II এবং Layer IV এর ঊর্ধ্বতল

b) Layer II এবং Layer III এর ঊর্ধ্বতল

c) Layer I এর নিম্নতল এবং Layer IV এর ঊর্ধ্বতল

d) Layer I এবং Layer III এর নিম্নতল।

Ans: (a)


13. বায়ুমণ্ডলের কোন্ স্তরে সর্বনিম্ন উন্নতা লক্ষ্য করা যায়?

a) Layer I

b) Layer II

c) Layer III

d) Layer IV

Ans: (c)


14. সামুদ্রিক লবণ, ধূম্রকণা, সূক্ষ্ম মাটি এগুলিকে একসাথে বলা হয় -

a) গ্যাসসমূহ

b) উষ্মসমূহ

c) ধূলিকণা

d) জলীয় বাষ্প

Ans: (c)


15. ওজোন স্তর বিনাশের জন্য সর্বাধিক কোন্ গ্যাস দায়ী?

a) কার্বন ডাই অক্সাইড

b) ক্লোরো ফ্লুরো কার্বন

c) অক্সিজেন

d) আর্গন।

Ans: (b)

Part-B


16. নির্দেশনা: নীচে এই প্রশ্নের দুটি বিবৃতি দেওয়া হয়েছে, যার একটি দাবী হিসাবে (A) এবং অপরটি কারণ হিসেবে (R) আছে। দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে কোন্ বিকল্পটি সঠিক?

দাবী (A): সাংস্কৃতিক ভূগোলের ক্ষেত্রটি মানবীয় ভূগোল ক্ষেত্রের অন্তগর্ত।

কারণ (R): মানবীয় ভূগোল সাংস্কৃতিক ভূগোলের উপর হস্তক্ষেপ করে।

বিকল্পসমূহ:-

a) দাবী ও কারণ দুইটি সত্য এবং কারণের সঠিক ব্যাখা হলো দাবীটি

b) দাবী ও কারণ দুটিই সত্য এবং কারণের সঠিক ব্যাখা দাবী নয়

c) দাবীটি সত্য কিন্তু কারণটি ভুল

d) দাবীটি ভুল কিন্তু কারণটি সঠিক

Ans: (a)


17. কোন্ ধারণটি 'Stop and go determinisim' নামেও পরিচিত?

a) পরিবেশগত নিয়ন্ত্রণবাদ

b) সম্ভাবনাবাদ

c) সুবিধাবাদ

d) নব-নিয়ন্ত্রণবাদ

Ans: (d)


18. নীচের কোনটি মানবীয় ভূগোলের আলোচনার ক্ষেত্র নয়?

a) জনবসতি

b) পরিবহন নেটওয়ার্ক

c) ভূ-সংস্থান

d) শিল্প

Ans: (c)


কেস স্টাডিটি মনোযোগ সহকারে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও (19-21 নং প্রশ্ন):-

শাকসবজি, ফল ও ফুলের বিশেষ চাষকে হটিকালচার বা ট্রাক ফার্মিং বা বাজার বাগান কৃষি বলে। এই প্রযুক্তি প্রধানত উত্তর-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডার (হ্রদ অঞ্চল) উচ্চ শিল্পায়িত নগরীকৃত অঞ্চল এবং উত্তর-পশ্চিম ইউরোপ, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মেট্রোপলিটন অঞ্চলের শহরতলিতে করা হয়। উন্নত দেশগুলির নগরায়িত রাজ্যগুলিতে সবজি ও ফলের ব্যাপক চাহিদা রয়েছে। এই ধরনের চাষের প্রধান বৈশিষ্ট্যগুলি নীচে দেওয়া হলো-

i) কৃষিজোতগুলির আকার অপেক্ষাকৃত ছোটো।

ii) এই বাগানগুলি পাকা সড়কপথের সাথে খুব ভালোভাবে সংযুক্ত।

) ট্রাক ফার্মগুলি সাধারণত বাজার থেকে রাতারাতি পৌঁছানো যায় এমন দূরত্বে থাকে।

iv) এটি একটি নিবিড় পুঁজি নির্ভর এবং অত্যন্ত যন্ত্র নির্ভর কৃষিকাজ।

v) এই ধরনের কৃষি বিজ্ঞানভিত্তিক হয়ে থাকে।

vi) শাকসবজি ও ফল সংগ্রহ হাতে করা হয়।


19. কোথায় বাজার বাগান কৃষিকে 'ট্রাক ফার্মিং বলে?

a) ভারত

b) অস্ট্রেলিয়া

c) আমেরিকা যুক্তরাষ্ট্র

d) নিউজিল্যান্ড

Ans: (c)


20. নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে বাজার বাগান কৃষি ও হর্টিকালচারের মধ্যে কোনটি সঠিক নয়?

a) এটি শ্রম ও মূলধন নির্ভর কৃষি ব্যবস্থা

b) এর জন্য শীতল অঞ্চলে সবুজ ঘর ও কৃত্তিম গরমের প্রয়োজন

c) এই ব্যবস্থার ক্ষুদ্র সেচ এবং জৈব সারের উপর অনেক জোর দেয়

d) এই বিস্তৃত অঞ্চল জুড়ে সংগঠিত হয় এবং অনেক দূর পর্যন্ত হয়

Ans: (d)


21. কোন্ ফুল নেদারল্যান্ডের বিশেষত্ব?

a) টিউলিপ

b) অর্কিড

c) গোলাপ

d) গাঁদা

Ans: (a)


22.  ________ অঞ্চলে বসবাসকারী আদিবাসীরা শিকার করে বেঁচে থাকে।

a) নাতিশীতোয় জলবায়ু

b) ভূমধ্যসাগরীয় জলবায়ু

c) ব্রিটিশ জলবায়ু

d) খুব শীতল ও অত্যন্ত উয় জলবায়ু

Ans: (d)


23. সবথেকে আদিম থেকে শুরু করে সবথেকে আধুনিক পর্যন্ত নিম্নলিখিত প্রাথমিক কার্যক্রমগুলিকে সাজাও:-

a) বাণিজ্যিক পশুপালন

b) যাযাবর পশুপালন

c) শিকার ও সংগ্রহ

d) গৃহপালিত পশুপালন

a) iv, iii, i, ii

b) iii, iv, ii, i

c) i, iii, iv, ii

d) ii, i, iv, iii

Ans: (b)


24. নীচের কোন্ ধরনের খনিতে বৃহৎ ও দ্রুত উৎপাদন পাওয়া যায়?

a) খাদান খনন

b) নদী ভিত্তিক খনন

c) খোলা ঢালাই খনন

d) সরু গর্ত করে খনন

Ans: (c)


25. ব্রাজিলের কোন্ প্রদেশে সবথেকে বেশি কফি উৎপাদিত হয়?

a) সাও-পাওলা

b) মিনাস গেরাইস

c) পারানা

d) মাটা গ্রাসো

Ans: (b)


26. পৃথিবীর বৃহত্তম কার্পাস উৎপাদক দেশ কোনটি?

a) ব্রাজিল

b) আমেরিকা যুক্তরাষ্ট্র

c) ভারত

d) চীন

Ans: (c)


27. নীচের কোন্ ক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিরা স্বর্ণালী পোশাকী শ্রমিক হিসাবে পরিচিত?

a) প্রাথমিক

b) প্রগৌণ

c) নব্য

d) অতি নব্য

Ans: (d)

Part-C

28. নিম্নলিখিত দ্রাঘিমাগত বিস্তৃতির মধ্যে কোনটি ভারতের সীমার জন্য প্রাসঙ্গিক?

a) 4°8 পূর্ব থেকে 45°8 পূর্ব

b) 56°7 পূর্ব থেকে 92°1 পূর্ব

c) 68°7 পূর্ব থেকে 97°25 পূর্ব

d) 74°9 পূর্ব থেকে 106°3 পূর্ব

Ans: (c)


29. ভারতের বৃহত্তম আন্তর্জাতিক সীমানা রয়েছে ____________ সাথে।

a) চীন

b) বাংলাদেশ

c) পাকিস্তান

d) নেপাল

Ans: (b)


30. নীচের কোন্ নদীটি একটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রসারিত হয়েছে?

a) তাপ্তী

b) গঙ্গা

c) সিন্ধু

d) বিতস্তা

Ans: (a)


31. আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো _______________ ।

a) ধূপগড়

b) গডউইন অস্টিন

c) কলসুবাই

d) গুরুশিখর

Ans: (d)


31. কোন্ নদীটি 'দক্ষিণ গঙ্গা' নামেও পরিচিত?

a) কৃষ্ণা

b) মহানদী

c) নর্মদা

d) গোদাবরী

Ans: (d)


প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে তিনটি ভৌগোলিক বৈশিষ্ট্যকে A, B ও C হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রদত্ত বিকল্পগুলির মধ্য থেকে এই ভৌগোলিক বৈশিষ্ট্যগুলিকে সনাক্ত করো। (প্রশ্ন নং 33 থেকে 35) :-

33. প্রদত্ত মানচিত্র 'A' হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ ভূ-তাত্ত্বিক বৈশিষ্ট্য। এটি কোন ভূতাত্ত্বিক ভূমিরূপকে চিহ্নিত করে:-

a) নীলগিরি পর্বতমালা

b) পশ্চিমঘাট পর্বতমালা

c) রাজমহল পাহাড়

d) সাতপুরা পর্বতমালা

Ans: (d)


34. প্রদত্ত মানচিত্রে 'B' হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী। এই নদীটির নাম কী?

a) নর্মদা

c) কৃষ্ণা

b) লুনি

d) কাবেরী

Ans: (d)


35. প্রদত্ত মানচিত্রে 'C' হলো ভারতের একটি উপকূলীয় সমভূমি যেখানে একাধিক কয়াল রয়েছে। উপকূলীয় সমভূমিটির নাম লেখো।

a) মালবার উপকূলীয় সমভূমি

b) গুজরাট উপকূলীয় সমভূমি

c) করমণ্ডল উপকূলীয় সমভূমি

d) কোঙ্কন উপকূলীয় সমভূমি

Ans: (a)

LookTutupComment