Know About First Indian Men



 -: প্রথম ভারতীয় পুরুষ :-

1. প্রথম ভারতীয় বিলাত যাত্রী – রামমোহন রায় ।

2. প্রথম ভারতীয় হাইকোর্টের প্রধান বিচারপতি – রমেশচন্দ্র মিত্র ।

3. প্রথম ভারতীয় বি. এ. ডিগ্রি লাভ – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যদুনাথ বসু, সি. ডবলু. দামোদর পিল্লাই, বিশ্বনাথ পিল্লাই ।

*4. প্রথম ভারতীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

*5. প্রথম ভারতীয় ব্রিটিশ পার্লামেন্ট সদস্য – দাদাভাই নৌরজী ।

*6. প্রথম ভারতীয় কংগ্রেস সভাপতি – উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়-28 ডিসেঃ1885 ।

*7. প্রথম ভারতীয় বড়লাট – চক্রবর্তী রাজা গোপালাচারী ।

*8. প্রথম ভারতীয় প্রধান মন্ত্রী – জওহরলাল নেহেরু- 15 আগস্ট 1947 ।

*9. প্রথম ভারতীয় উপ প্রধান মন্ত্রী – সর্দার বল্লভ ভাই প্যাটেল ।

*10. প্রথম ভারতীয় গভর্নর – লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহ-1920 (বিহার ও উড়িষ্যার) ।

*11. প্রথম ভারতীয় রাষ্ট্রপতি – ডঃ রাজেন্দ্র প্রসাদ ।

*12. প্রথম ভারতীয় উপরাষ্ট্রপতি - ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান।

13. ভারতের প্রথম ব্যক্তি পরমবীর চক্র প্রাপ্ত- মেজর সোমনাথ শর্মা।

14. প্রথম ভারতীয় পাইলট - জে আর ডি টাটা।

15. অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্ট পৌঁছানো প্রথম ভারতীয়- শেরপা আঙ্গা দর্জি।

*16. প্রথম ভারতীয় শিক্ষামন্ত্রী- মৌলানা আব্দুল কালাম আজাদ।

*17. ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট- ডঃ জাকির হোসেন (13 May 1967 to 3rd May 1969)

*18. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট- বদরুদ্দিন তায়বজী।

*19. প্রথম ভারতীয় লোকসভার স্পিকার- গনেশ বাসুদেব মভালঙ্কর।

20. প্রথম ভারতীয় কমান্ডার ইন-চিফ অফ ইন্ডিয়া- জেনারেল কারিয়াপ্পা।

21. প্রথম ভারতীয় সেনাপ্রধানের প্রথম প্রধান- জেনারেল মহারাজ রাজেন্দ্র সিংজী।

22. প্রথম ভারতীয় নৌ-প্রধান- ভাইস-অ্যাডমিরাল রাম দাস(আর.ডি) কাটারি।

23. প্রথম ভারতীয় মিষ্টার ইউনিভার্স- মনোতোষ রায়-1951।

*24. প্রথম ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি- হিরালাল জে কানিয়া।

*25. প্রথম ভারতীয় নোবেল পুরস্কার প্রাপক – রবীন্দ্রনাথ ঠাকুর-1913 ।

*26. প্রথম ভারতরত্ন অ্যাওয়ার্ড পান - ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান, চক্রবর্তী রাজাগোপালাচারী, সি ভি রমন-1954।

27. জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয়- জি.শঙ্কারা কুরাপ-1965।

28. ভারতের প্রথম পুরুষ ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত- আচার্য বিনোবা ভাবে-1958।

* 29. প্রথম ভারতীয় অস্কার বিজয়ী – সত্যজিৎ রায়-1992 ।

30. সর্বপ্রথম বাঙালি পদ্মভূষণ পুরস্কার- স্যার জ্ঞান চন্দ্র ঘোষ

31. সর্বপ্রথম বাঙালি জাতীয় পুরস্কারের ধারাবাহিকতা- মহানায়ক উত্তম কুমার(1955,1961,1963,1968)

32. সর্বপ্রথম বাঙালি দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী- বীরেন্দ্রনাথ সরকার(1970)

*33. সর্বপ্রথম বাঙালি ভারতরত্ন পুরস্কার জয়ী- বিধানচন্দ্র রায় (1961)

*34. সর্বপ্রথম বাঙালি ভারতের রাষ্ট্রপতি- প্রণব মুখোপাধ্যায় (2012-2017)

35. সর্বপ্রথম বাঙালি এভারেস্ট জয়ী- সত্যব্রত দাম (19 মে 2004)

36. সর্বপ্রথম বাঙালি পদ্মবিভূষণ পুরস্কার- সত্যেন্দ্রনাথ দত্ত ও নন্দলাল বসু-1954।

*37. প্রথম ভারতীয় চলচিত্র পরিচালক – দাদাভাই ফালকে ।

*38. প্রথম ভারতীয় মহাকাশ যাত্রী – রাকেশ শর্মা -2 এপ্রিল 1984।

*39. প্রথম ভারতীয় ইংলিশ চ্যানেল পার – মিহির সেন-1958 ।

*40. প্রথম বাঙালি প্রতিবন্ধী সাঁতারু ইংলিশ চ্যানেল পার হয় – মাসুদুর রহমান বৈদ্য-2001 ।

41. প্রথম ভারতীয় বিশ্ব বিজয়ী কুস্তীগির – গামা ।

42. প্রথম ভারতীয় ভূতাত্ত্বিক – প্রমথ নাথ বসু ।

43. প্রথম বাঙালি প্রত্নতাত্ত্বিক – রাখালদাস বন্দ্যোপাধ্যায় ।

*44. প্রথম ভারতীয় আই. সি. এস – সত্যেন্দ্রনাথ ঠাকুর-1863 ।

45. প্রথম ভারতীয় আই. সি. এস পদত্যাগ – সুভাষচন্দ্র বসু ।

*45. প্রথম ভারতীয় এভারেস্ট উচ্চতা নির্ণায়ক – রাধানাথ শিকদার ।

*46. প্রথম ভারতীয় টেস্ট ক্রিকেট খেলোয়াড় – রণজিৎ সিংজী।

47. প্রথম ভারতীয় টেষ্ট এ শতরান। প্রথম ও একমাত্র বোলার ডোনাল্ড ব্র্যাডম্যানের হিট উইকেট লাভ করেন- লালা অমরনাথ।

48. প্রথম ভারতীয় ক্রিকেটার ওয়ান ডে তে শতরান- কপিল দেব।

49. প্রথম ভারতীয় ক্রিকেটার ওয়ান ডে তে হ্যাটট্রিক- চেতন শর্মা।

50. প্রথম ভারতীয় ক্রিকেটার ODI [ক্রিকেটে 200 করেন- শচীন রমেশ টেন্ডুলকার (বিপক্ষে সঃ আফ্রিকা, ফেব্রুয়ারি 2010,গোয়ালিওর)

51. প্রথম ভারতীয় ক্রিকেটার টেষ্ট ক্রিকেটে অভিষেকে পরপর তিনটি ম্যাচে তিনটি সেঞ্চুরি করেন- মহম্মদ আজহারউদ্দিন।

52. প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার – নীলমণি মিত্র ।

53. প্রথম ভারতীয় ব্যারিস্টার – জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর ।

54. প্রথম ভারতীয় জাতীয় অধ্যাপক – সি. ভি. রমণ ।

55. প্রথম ভারতীয় মার্কিন কংগ্রেস সভ্য – দিলীপ সিং সৌন্দ ।

56. প্রথম ভারতীয় লেলিন পুরস্কার প্রাপক – সাইফুদ্দিন কিচুল-1952 ।

57. প্রথম ভারতীয় অ্যাডভোকেট জেনারেল – বি. ডি আয়েঙ্গার ।

58. প্রথম ভারতীয় বৈমানিক – ইন্দ্রলাল রায়-(1898-1918) ।

59. প্রথম ভারতীয় লন্ডন বিশ্ব বিদ্যালয়ে ডি. এস. সি – জগদীশ চন্দ্র বসু-1896 ।

60. প্রথম বাঙালি বহু ভাষাবিদ- হরিনাথ দে

61. প্রথম বাঙালি সাইকেলে পৃথিবী ভ্রমণ করেন – রামনাথ বিশ্বাস (1930-1940) ।

62. প্রথম বাঙালি সাংবাদিক – গঙ্গা কিশোর ভট্টাচার্য ।

63. প্রথম বাঙালি নালন্দা বিশ্ব বিদ্যালয়ের অধ্যক্ষ – শীলভদ্র ।

*64. প্রথম বাঙালি ভারতের স্বাধীনতা যুদ্ধে শহিদ – প্রফুল্ল চাকী ও ক্ষুদিরাম বসু-11 আগস্ট 1908 ।

*65. প্রথম বাঙালি কলকাতার মেয়র – চিত্তরঞ্জন দাশ-1924 ।

66. প্রথম বাঙালি আত্মজীবনী রচনা করেন – দেবেন্দ্রনাথ ঠাকুর ।

67. প্রথম বাঙালি বাংলা ভাষায় শর্ট হ্যান্ড প্রবর্তক – দ্বিজেন্দ্রনাথ সিংহ ।

*68. প্রথম বাঙালি ভারতের বাইরে হিন্দু ধর্ম প্রচার – স্বামী বিবেকানন্দ-1893 (শিকাগো সম্মেলন)

69. প্রথম বাঙালি তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার – অতীশ দীপঙ্কর ।

*70. প্রথম বাঙালি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী – ডঃ প্রফুল্ল চন্দ্র ঘোষ ।

71. প্রথম বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার জয়ী – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়-1966 ।

*72. প্রথম বাঙালি নির্বাচন কমিশনার – সুকুমার সেন ।

73. প্রথম বাঙালি ব্যঙ্গচিত্র অঙ্কন করেন – গগনেন্দ্রনাথ ঠাকুর।

74. প্রথম বাঙালি চলিত ভাষায় উপন্যাস – টেঁকচাঁদ ঠাকুর ।

75. প্রথম বাঙালি রবীন্দ্র পুরস্কার লাভ – ডঃ নীহার রঞ্জন রায় ও সতীনাথ ভাদুড়ী-1950 ।

76. প্রথম বাঙালি এয়ার চীফ মার্শাল – সুব্রত মুখার্জী ।

77. প্রথম বাঙালি প্রধান সেনাপতি – জয়ন্ত চৌধুরী-(1962-66) ।

78. প্রথম বাঙালি ভারতে ও বিদেশে যাদুবিদ্যা প্রদর্শন কারী – পি. সি. সরকার ।

*79. প্রথম বাঙালি বিদেশে ভারতে নৃত্য প্রদর্শক – উদয় শঙ্কর ।

*80. প্রথম বাঙালি শব ব্যবচ্ছেদক – কবিরাজ মধুসূদন গুপ্ত ।

81. প্রথম বাঙালি পশ্চিম বঙ্গের রাজ্যপাল – ডঃ হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় ।

82. প্রথম বাঙালি দীর্ঘ সময়ের ভারতীয় ক্রিকেট অধিনায়ক – সৌরভ গাঙ্গুলি-1999-2005 ।

83. প্রথম বাঙালি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি – বিজন কুমার মুখোপাধ্যায় ।

84. প্রথম বাঙালি বিদেশে প্রধান সেনাপতি – কর্নেল সুরেশচন্দ্র বিশ্বাস ।

85. প্রথম বাঙালি বেলুন যাত্রী – রামচন্দ্র চট্টোপাধ্যায় ।

*86. ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান- রাজীব গান্ধী খেলরত্ন প্রথম পুরস্কার পান- বিশ্বনাথন আনন্দ(দাবা) প্রতিবছর 29 আগস্ট দেওয়া হয়-(1991-1992)।

*87. প্রথম ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর - চিন্তামন দ্বারকানাথ দেশমুখ।

88. প্রথম বাঙালি রেলমন্ত্রী হয়েছিলেন- আবু বরকত আলি গনিখান চৌধুরী [2 সেপ্টেম্বর 1982 ]।

*89. প্রথম ভারতীয় রেলমন্ত্রী - জন মাথাই।

*90. প্রথম ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেন- সি.কে নাইডু।

91. প্রথম বাঙালি ভারতের ক্রিকেট ক্যাপ্টেন - পঙ্কজ রায় (1959- 1টি ম্যাচ, 2 টেস্ট -গাইকোয়াড চোট পাওয়ায়)

92. আই পি এল এর প্রথম বল করেন - প্রবীন কুমার-18 এপ্রিল 2008 এবং প্রথম বল ব্যাট করেন সৌরভ গাঙ্গুলি।

93. আই পি এল প্রথম আউট হন- সৌরভ গাঙ্গুলি।

94. আই পি এল এর প্রথম উইকেট পান- জাহির খান।

95. প্রথম পদ্মবিভূষণ পুরস্কার পান নন্দলাল বসু, জাকির হোসেন, সত্যেন্দ্রনাথ বসু, বালাসাহেব গঙ্গাধর খের, ভি কে কৃষ্ণ মেনন, জিগমি দর্জি ওয়াংচুক(1954)

96. প্রথম ভারতীয় মাউন্ট এভারেস্ট জয়ী/পদার্পণ কারী- অবতার সিং চেমা (20 মে1965)


LookTutupComment