ভারতের বৃহত্তম উচ্চতম

 

ভারতের বৃহত্তম :

  • ১) ভারতের বৃহত্তম রাজ্য – রাজস্থান (আয়তন)
  • ২) ভারতের বৃহত্তম সমাধি/গম্বুজ – গোল গম্বুজ (বিজাপুর, কর্ণাটক)
  • ৩) ভারতের বৃহত্তম রাজ্য – উত্তর প্রদেশ ( জনসংখ্যায় )
  • ৪) ভারতের বৃহত্তম সমাধি সৌধ – তাজমহল (অগ্রা)
  • ৫) ভারতের বৃহত্তম কেন্দ্র শাসিত অঞ্চল – লাদাখ
  • ৬) ভারতের বৃহত্তম বন্দর – মুম্বাই
  • ৭) ভারতের বৃহত্তম গির্জা – সেন্ট ক্যাথিড্রাল, গোয়া
  • ৮) ভারতের বৃহত্তম মন্দির – মীনাক্ষী মন্দির, মাদুরাই, তামিলনাড়ু
  • ৯) ভারতের বৃহত্তম মসজিদ – তাজ উল মসজিদ, ভূপাল
  • ১০) ভারতের বৃহত্তম ব্যাংক – স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
  • ১২) ভারতের বৃহত্তম নগরী – মুম্বাই
  • ১৪) ভারতের বৃহত্তম গুহা মন্দির – কৈলাস, ইলোরা, মহারাষ্ট্র
  • ১৫) ভারতের বৃহত্তম বনভূমি – কাজিরাঙ্গা, অসম
  • ১৬) ভারতের বৃহত্তম মিউজিয়াম – ভারতীয় জাদুঘর, কলকাতা
  • ১৭) ভারতের বৃহত্তম জলাধার – টালা ট্যাঙ্ক, কলকাতা
  • ১৮) ভারতের বৃহত্তম গুরুদ্বার – স্বর্ণ মন্দির, অমৃতসর, পাঞ্জাব
  • ১৯) ভারতের বৃহত্তম স্টেডিয়াম – নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আমেদাবাদ, গুজরাট
  • ২০) ভারতের বৃহত্তম চিড়িয়াখানা – শ্রী ভেঙ্কটেশরা জুলজিক্যাল পার্ক, তামিলনাড়ু
  • ২১) ভারতের বৃহত্তম স্তূপ – সাঁচি স্তূপ, মধ্যপ্রদেশ
  • ২২) ভারতের বৃহত্তম মরুভূমি – থর, রাজস্থান
  • ২৩) ভারতের বৃহত্তম তারামণ্ডল – বিড়লা তারামণ্ডল, কলকাতা
  • ২৪) ভারতের দীর্ঘতম রেল স্টেশন – গোরক্ষপুর, উত্তর প্রদেশ
  • ২৫) ভারতের বৃহত্তম বিমানবন্দর – মুম্বাই বিমানবন্দর
  • ২৬) ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা – ভিলাই
  • ২৭) ভারতের বৃহত্তম বাজার – নিউ মার্কেট, কলকাতা
  • ২৮) ভারতের বৃহত্তম কারাগার – তিহার জেল, দিল্লি
  • ২৯) ভারতের বৃহত্তম গ্রন্থাগার – ন্যাশনাল লাইব্রেরি, কলকাতা
  • ৩০) ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান – শিবপুর বোটানিক্যাল গার্ডেন, হাওড়া
  • ৩১) ভারতের বৃহত্তম শৈলাবাস – সিমলা, হিমাচল প্রদেশ
  • ৩২) ভারতের বৃহত্তম বদ্বীপ – সুন্দরবন
  • ৩৪) ভারতের বৃহত্তম তেল শোধনাগার – জামনগর, গুজরাত
  • ৩৫) ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ – সম্বর, রাজস্থান
  • ৩৬ ) ভারতের বৃহত্তম জলপ্রপাত – কুঞ্চি কল, কর্ণাটক
  • ৩৭) ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ – উলার হ্রদ, কাশ্মীর
  • ৩৮) ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা – ভাকরা-নাঙ্গাল, শতদ্রু নদী, হিমাচল প্রদেশ ( দীর্ঘতম - হিরাকুদ)
  • ৩৯) ভারতের বৃহত্তম মেলা – কুম্ভ মেলা
  • ৪০) ভারতের বৃহত্তম পশু মেলা – শোনপুর, বিহার

ভারতের উচ্চতম :
  • ৪১) ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ – গডউইন অস্টিন (K2)
  • ৪৩) ভারতের উচ্চতম বিমান বন্দর – লেহ, লাডাক
  • ৪৪) ভারতের উচ্চতম মন্দির - মীনাক্ষী মন্দির, মাদুরাই
  • ৪৫) ভারতের উচ্চতম ধাতু নির্মিত স্তম্ভ – অশোক স্তম্ভ, সারনাথ
  • ৪৬) ভারতের উচ্চতম বাঁধ – তেহেরি বাঁধ
  • ৪৭) ভারতের উচ্চতম স্তম্ভ – কুতুব মিনার
  • ৪৮) ভারতের উচ্চতম তোরণদ্বার – বুলন্দ দরওয়াজা, ফতেপুর সিক্রি, উত্তর প্রদেশ
  • ৪৯) উচ্চতম উচ্চতম রেল স্টেশন – ঘুম, দার্জিলিং
  • ৫০) ভারতের উচ্চতম স্তূপ – সাঁচি স্তূপ
ভারতের দীর্ঘতম :
  • ৫১) ভারতের দীর্ঘতম সুড়ঙ্গপথ – জওহর টানেল
  • ৫২) ভারতের দীর্ঘতম নদী সেতু – মহাত্মা গান্ধি সেতু
  • ৫৩) ভারতের দীর্ঘতম পর্বতমালা – হিমালয়
  • ৫৪) ভারতের দীর্ঘতম গুহা মন্দির – ইলোরা
  • ৫৫) ভারতের দীর্ঘতম গুহা – অমরনাথ, জম্মু ও কাশ্মীর
  • ৫৬) ভারতের দীর্ঘতম খাল – ইন্দিরা গান্ধি খাল , রাজস্থান
  • ৫৭) ভারতের দীর্ঘতম সেতু – ভূপেন হাজারিকা সেতু বা ঢোলা-সাদিয়া সেতু
  • ৫৮) ভারতের দীর্ঘতম ময়দান – গড়ের মাঠ, কলকাতা
  • ৫৯) ভারতের দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু – হাওড়া ব্রিজ
  • ৬০) ভারতের দীর্ঘতম রেলপথ – উত্তর রেলপথ
  • ৬১) ভারতের দীর্ঘতম বাঁধ – হিরাকুঁদ বাঁধ
  • ৬২) ভারতের দীর্ঘতম হাইওয়ে – NH 44, শ্রীনগর থেকে কন্যাকুমারী
  • ৬৩) ভারতের দীর্ঘতম গিরিপথ – বানিহাল পাস
  • ৬৪) ভারতের দীর্ঘতম নদী – গঙ্গা, ২৫১০ কিমি
  • ৬৫) ভারতের দীর্ঘতম হিমবাহ – সিয়াচেন

ভারতের সর্বাপেক্ষা বেশি :
  • ৬৬) ভারতের সর্বাপেক্ষা বেশি দিন মুখ্যমন্ত্রী – পবন চামলিং
  • ৬৭) ভারতের সর্বাপেক্ষা বেশি জনাকীর্ণ শহর – মুম্বাই
  • ৬৮) ভারতের সর্বাপেক্ষা বেশি শিক্ষিতের হার - কেরল
  • ৬৯) ভারতের সর্বাপেক্ষা কাগজ কল – পশ্চিমবঙ্গ
  • ৭০) ভারতের সর্বাপেক্ষা প্রাচীন পর্বত – আরাবল্লি।।
LookTutupComment