ভারতের প্রথম :
**3. ভারতের প্রথম পরমাণু কেন্দ্র ―তারাপুর, মহারাষ্ট্র, 1969।
*4. ভারতের প্রথম ব্যাংক―ব্যাংক অফ হিন্দুস্থান।
*5. ভারতের প্রথম দেশীয় ব্যাংক ―পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।
6. ভারতের প্রথম বিদেশি ব্যাংক ―চার্টার্ড ব্যাংক।
7. ভারতের দেশের বাইরে প্রথম পোস্ট অফিস―আন্টার্কটিকা দক্ষিণ গঙ্গোত্রী।
9. ভারতের প্রথম লোহার সেতু―গোমতী নদীর ওপর 'লোহে কা পুল' (1825)।
1. ভারতের প্রথম আইন বিশ্ববিদ্যালয় ―'ন্যাশনাল ল' স্কুল অফ ইন্ডিয়া, ব্যাঙ্গালোর।
2. ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়―ইন্ডিয়ান ওমেনস ইউনিভার্সিটি, পুনে।**3. ভারতের প্রথম পরমাণু কেন্দ্র ―তারাপুর, মহারাষ্ট্র, 1969।
*4. ভারতের প্রথম ব্যাংক―ব্যাংক অফ হিন্দুস্থান।
*5. ভারতের প্রথম দেশীয় ব্যাংক ―পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।
6. ভারতের প্রথম বিদেশি ব্যাংক ―চার্টার্ড ব্যাংক।
7. ভারতের দেশের বাইরে প্রথম পোস্ট অফিস―আন্টার্কটিকা দক্ষিণ গঙ্গোত্রী।
8. ভারতের প্রথম দীর্ঘ সীমার মাল্টিপল টার্গেট মিশাইল ―'আকাশ'।
9. ভারতের প্রথম লোহার সেতু―গোমতী নদীর ওপর 'লোহে কা পুল' (1825)।
*10. ভারতের প্রথম কলেজ ―কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ। (1800)
*11. ভারতের প্রথম মহিলা কলেজ ―বেথুন কলেজ।
**12. ভারতের প্রথম মেডিক্যাল কলেজ―কলকাতা মেডিক্যাল কলেজ, 1835।
13. ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ― থমসন কলেজ, বুরকী।
*14. ভারতের প্রথম ভোট ― 1952 সালের প্রথম সাধারণ ভোট।
15. ভারতের প্রথম ভোটদানে অমোছনীয় কালীর ব্যবহার ―1962 সালের তৃতীয় লোকসভা ভোটে।
16. ভারতে প্রথম ইলেকট্রনিক্স ভোটযন্ত্র ব্যাবহার ― 1999 সালের দিল্লি, মধ্যপ্রদেশ, ও রাজস্থান বিধানসভা নির্বাচন।
**17. ভারতের প্রথম সবাক চলচিত্র ― আলম আরা (1931) নির্মাতা-এ. ইরানি।
18. ভারতের প্রথম অ্যানিমেটেড চলচিত্র ― আর. সি. বোরা'র 'On A Moonlight Night'।
**19. ভারতের প্রথম দেশীয় নির্বাক চলচ্চিত্র ―দাদা সাহেব ফালকের 'রাজা হারিশ্চন্দ্র' 1913।
*20. ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র ―কান-কান ডান্স।
21. ভারতের প্রথম অনুবাদ চলচ্চিত্র ―পুন্ডলিক (1912)।
22. ভারতের প্রথম সংস্কৃত চলচ্চিত্র ―শংকরাচার্য।
23. ভারতের প্রথম 'গোল্ডেন জুবলি' চলচ্চিত্র ―'সন্তডুকারাম' মারাঠি।
24. ভারতের প্রথম হলিউডের হিন্দি অনুবাদ চলচ্চিত্র ―জুরাসিক পার্ক।
25. ভারতের প্রথম হাসপাতাল ― চেন্নাই এর ফোর্ট সেন্ট জর্জ।
26. ভারতের প্রথম চক্ষু হাসপাতাল ―চেন্নাই চক্ষু হাসপাতাল।
*27. ভারতের প্রথম লাইব্রেরী ―হুগলির শ্রীরামপুরের উইলিয়াম কেরী লাইব্রেরী। 1800।
*28. ভারতের প্রথম ক্ষেপনাস্ত্র ―ভূমি থেকে ভূমি ক্ষেপনাস্ত্র "পৃথ্বী"।
29. ভারতের প্রথম স্বল্প দূরের ভূমি থেকে বায়ু ক্ষেপনাস্ত্র ―'ত্রিশূল"।
30. ভারতের প্রথম 'ইন্টার মিডিয়েট রেঞ্জ বালাসটিক ক্ষেপনাস্ত্র' ―"আকাশ"।
31. ভারতের প্রথম যুদ্ধ জাহাজ ―INS 'Vinash'.
32. ভারতের প্রথম ক্ষুদ্র রণতরী ―INS 'Khukri".
33. ভারতের প্রথম ট্র্যাঙ্কার ― INS ''Shakti'.
34. ভারতের প্রথম দেশজ পেট্রোল বোট ―INS 'Ajoy'.
35. ভারতের প্রথম আধুনিক ক্ষেপনাস্ত্র সজ্জিত ক্ষুদ্র রণতরী ―INS 'Godavari'.
36. ভারতের প্রথম এয়ারক্রাফটবাহী জাহাজ ―INS 'Vikrant' 1997 সালের নষ্ট হয়ে যায়।
37. ভারতের প্রথম ক্ষেপনাস্ত্র উৎক্ষেপক সাবমেরিন ―INS সিন্ধুশাস্ত্র।
**38. ভারতের প্রথম সংবাদপত্র ―কলকাতা থেকে প্রকাশিত হিকি'র 'বেঙ্গল গেজেট' 1780।
**39. ভারতের প্রথম স্বদেশী সংবাদপত্র ―বাংলা ভাষায় প্রকাশিত 'সমাচার দর্পন' (শ্রীরামপুর থেকে 31 মে, 1818 সালে প্রকাশিত হয়।
**40. ভারতের প্রথম নিউক্লিয়র রিঅ্যাক্টর ―"অপ্সরা"।
41. ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় ―অন্ধ্রপ্রদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়।
**42. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ ― আর্যভট্ট। 1975 সালের 19 এপ্রিল উৎক্ষেপণ করা হয়।
43. ভারতের প্রথম Experimental geostationary communications Satellite― APPLE (Ariane Passenger Pay Load Experiment).
44. ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণকারী যান ― SLV-3।
**45. ভারতের প্রথম মহিলা কংগ্রেস সভাপতি ―সরোজিনী নাইডু।
46. ভারতের প্রথম জিপিও (পোস্ট অফিস) ―ফোর্ট সেন্ট জর্জ স্কোয়ার, চেন্নাই।
47. ভারতের প্রথম ডাকটিকিটের নক্সা করেন― ক্যাপ্টেন এইচ. আই থুলিয়র, ডেপুটি সার্ভেয়র জেনারেল, কলকাতা।
48. ভারতের প্রথম রাজ্য যেখানে ডাকটিকিট প্রচলিত হয় ―সৌরাষ্টের কাটিওয়ার -এ।
49. ভারতের প্রথম এয়ারমেল ―1911 সালের 18 ফেব্রুয়ারি এলাহাবাদ থেকে নৈনিতাল।
*50. ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি নির্বাচনে হারেন― ইন্দিরা গাঁধী (1977)।
*51. ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি পদত্যাগ করেন ―মোরারজি দেশাই।
52. ভারতের প্রথম রেল কোম্পানি ― ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি এবং গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানি।
**53. ভারতের প্রথম রেলযাত্রা ―বোম্বাই থেকে থানে 34 কিমি, 1853 সালের 16 এপ্রিল।
54. ভারতের প্রথম রেলওয়ে টার্মিনাস ―বোরি ভান্ডার, মুম্বাই।
55. ভারতের প্রথম সুপারফাস্ট ট্রেন―হাওড়া নিউদিল্লী রাজধানী এক্সপ্রেস।
56. ভারতের প্রথম মহিলা স্কুল ―ব্যাপটিস্ট মিশন স্কুল (গৌরীবাড়ি, কলকাতা)।
57. ভারতের প্রথম মহিলা পাবলিক স্কুল ―মহারানী গায়েত্রীদেবী স্কুল, জয়পুর।
58. ভারতের প্রথম টেলিফোন এক্সচেঞ্জ ―1882 সালের 30 শে জানুয়ারি মুম্বাইতে ওরিয়েন্টাল টেলিফোন কোম্পানি স্থাপিত।
59. ভারতের প্রথম টেলিগ্রাফ লাইন ―কলকাতা থেকে ডায়মন্ড হারবার।
60. ভারতের প্রথম STD কল ―1960 সালের 26 শে নভেম্বর লক্ষনো থেকে কানপুর।
61. ভারতের প্রথম ICD কল ―1976 সালের বোম্বাই থেকে লন্ডন।
*62. ভারতের প্রথম টেলিফিল্ম ―সত্যজিৎ রায়ের 'সদগতি' 1987 সালের 13 এপ্রিল।
63. ভারতের প্রথম টিভি সিরিয়াল ―'তিসরা রাস্তা' (2 মে, 1962)।
*64. ভারতের প্রথম মেট্রো রেলপথ ― কলকাতা 1984 সালে।
65. ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন ―মুম্বাই থেকে কুরলা পর্যন্ত (1925 সালের 3 ফেব্রুয়ারি)।
66. ভারতের প্রথম সৌর বিদ্যুৎ চালিত ট্রেন ―ইয়েদাকুমারী (হাসান-মঙ্গল বিভাগে)।
67. ভারতে প্রথম ব্রিটিশরা ডাকঘর প্রতিষ্ঠা করেন―1764 সালে বোম্বেতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
68. ভারতের প্রথম ভারতীয় ডাকঘর প্রকাশিত হয় ―1837।
69. ভারতের প্রথম পোস্টাল স্ট্যাম্প প্রচলন হয় ―1852 সালে।
70. ভারতে পরীক্ষামূলকভাবে প্রথম ইলেকট্রিক টেলিগ্রাফ লাইন চালু হয় ―1851 সালে কলকাতা থেকে ডায়মন্ডহারবার।
71. ভারতের প্রথম সুতা মিল স্থাপিত হয় ―1854 সালে বোম্বাইতে।
72. ভারতের প্রথম সিমেন্ট কারখানা স্থাপিত হয় '―1904 সালে চেন্নাই এ।
*73. ভারতের প্রথম আয়রন অ্যান্ড স্টিল কারখানা স্থাপিত হয় ―1907 সালে জামসেদপুরে।
74. ভারতে প্রথম অল ইন্ডিয়া রেডিও প্রতিষ্ঠিত ―1930 সালে।
*75. ভারতের প্রথম নিউজপ্রিন্ট কারখানা স্থাপিত হয় ―মধ্যপ্রদেশের নেপানগরে।
76. ভারতে প্রথম পরীক্ষামূলকভাবে টেলিভিশন শুরু হয় ―1959 সালের 15 সেপ্টেম্বর।
77. ভারতের প্রথম ATM চালু হয় ―1987 সালে মুম্বাইয়ে HSBC এটিম চালু করে।
78. ভারতে প্রথম ইন্টারনেট চালু হয় ―1995 সালে 14 আগস্ট, BSNL এর দ্বারা।
79. ভারতের প্রথম শিক্ষার হার 100 শতাংশ পৌঁছায় ―1990 সালে কেরলের এর্নাকুলাম জেলা।
*80. ভারতের প্রথম চন্দ্রাভিযান 'চন্দ্রযান -1' প্রেরণ ―2008 সালে 22 অক্টোবর।
*81. ভারতের প্রথম মঙ্গলযান প্রেরণ ― 2013 সালে 5 নভেম্বর মঙ্গলযান 'মম'।
82. ভারতে প্রথম ক্যাশলেস লেনদেন চালু হয় ―2016 সালে 31 ডিসেম্বর গোয়ায়।
*83. ভারতের প্রথম ডিজিটাল জেলা ―মহারাষ্ট্রের নাগপুর জেলা।
*84. ভারতের প্রথম শিশু আদালত প্রতিষ্ঠীত হয় ―হায়দ্রাবাদে।
85. ভারতের প্রথম রাজ্য হিসাবে সপ্তম পে কমিশনের সুবিধা বাস্তবায়িত হয় ―হরিয়ানা রাজ্য।
86. ভারতের প্রথম 'উজ্জ্বলা' প্রকল্পের আওতায় এলইডি বাল্ব বিতরণ করে প্রথম রাজ্য হিসাবে স্বীকৃতি পায় ―গুজরাট।
*87. ভারতের প্রথম সাইবার ক্রাইম থানা চালু হয় ―হিমাচল প্রদেশের সিমলায়।
88. ভারতের প্রথম ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যম চা-বাগান শ্রমিকদের বেতন প্রদান করে ―অসমের প্রথম জেলা হিসেবে হাইলাকান্দিতে।
89. ভারতের প্রথম ই-বিধানসভা ―হিমাচলপ্রদেশের কাঙরা জেলার পালমপুর বিধানসভা।
90. ভারতে প্রথম কেরোসিন তেলে সরাসরি ভতুর্কি ব্যাবস্থা বাস্তবায়িত হয় ―ঝাড়খন্ড রাজ্য।
91. ভারতের প্রথম লাইভ পেমেন্ট ব্যাংক ―রাজস্থানের এয়ারটেল।
92. ভারতে প্রথম চেরি ফুলের উৎসব শুরু হয় ―মেঘালয়ে।
93. ভারতের প্রথম 'ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিল' প্রতিষ্ঠিত হয় ―উত্তর প্রদেশের কানপুর।
94. ভারতে প্রথম রাজ্য হিসাবে সাইবার পুলিশ স্টেশন চালু হয় ―মহারাষ্ট্রের সমস্ত জেলায়।
95. ভারতের মধ্যে প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় ―ভাদোদরায়।
96. ভারতের প্রথম প্রতিরক্ষা পার্ক ―কেরলের ওট্টাপালম।
*97. ভারতের প্রথম ডিজিটাল রাজ্য হল ―কেরল।
98. ভারতের মধ্যে প্রথম টাইগার সেল তৈরি হয় ― দেরাদুনে।
99. ভারতের প্রথম ভুগর্ভস্থ জাদুঘর গড়ে ওঠে ―নিউ দিল্লি।
100. এশিয়া তথা ভারতের বৃহত্তম জঙ্গল সাফারি ―ছত্তিশগড়ের নয়া রায়পুর।
101. এশিয়া তথা ভারতের প্রথম দীর্ঘতম সাইকেল হাইওয়ে ―উত্তরপ্রদেশে।
102. ভারতের প্রথম ডিজিটাল গ্রাম ―গুজরাটের অকোদারা গ্রাম।
103. ভারতে প্রথম LNG বাস চালু হয় ―কেরলে।
*104. ভারতের প্রথম দ্বীপ জেলা হল ―অসমের মাজুলি।
105. ভারতের প্রথম ওয়াইফাই হটস্পট গ্রাম ― হরিয়ানার গুমথালা গারহু।
106. ভারতের প্রথম হ্যাপি জংশন ―বিহারের সোনপুর।
107. ভারতের প্রথম ভার্টিকাল গার্ডেন গড়ে উঠতে চলেছে ―বেঙ্গালুরুতে।
108. ভারতের প্রথম সাগরের উপর দিয়ে রোপওয়ে চালু করার উদ্যোগ ―মুম্বাইয়ের পোর্ট ট্রাস্টের।
109. ভারতের প্রথম বায়ো রিফাইনারি প্ল্যান্ট চালু হয়েছে ―পুনেতে।
110. ভারতের প্রথম বৈদ্যুতিক রেডিও ট্যাক্সি চালু হয়েছে ―নাগপুরে।
*111. ভারতের প্রথম জলের তলা দিয়ে রেল টানেল খনন কার্য সম্পূর্ণ হয়েছে ―হুগলি নদীতে।
*112. ভারতের প্রথম রোবট ট্রাফিক পুলিশ চালু হয়েছে ―ইন্দোর।
*113. ভারতের প্রথম ভাসমান সৌরশক্তি কেন্দ্র হল ―কেরলের ওয়ানাড়ে বনসুর সাগর বাঁধ।
114. ভারতের প্রথম শহর হিসাবে নিজস্ব লোগো পেয়েছে ―ব্যাঙ্গালুরু।
115. ভারতের প্রথম হোমিওপ্যাথি ভাইরোলজি ল্যাব চালু হয়েছে 'কলকাতায়।