স্বাধীনতার সময়ের গুরুত্বপূর্ণ উক্তি

স্বাধীনতার সময়ের গুরুত্বপূর্ণ উক্তি :
  • দিল্লী চলো - নেতাজী সুভাষ চন্দ্র বসু
  • জয়হিন্দ - নেতাজী সুভাষ চন্দ্র বসু
  • তোমরা আমাকে রক্ত দাও , আমি তোমাদের স্বাধীনতা দেব - নেতাজী সুভাষ চন্দ্র বসু
  • ইনকিলাব জিন্দাবাদ(লেখা- হাসরাত মোহানি)-বিখ্যাত স্লোগান করে ভগত সিং
  • সাম্রাজ্যবাদ কা নাশ হো - ভগত সিং
  • দুশমানো কি গোলিও কা সামনা হাম কারেঙ্গে , আজাদ থে আজাদ হি রাহেঙ্গে - চন্দ্রশেখর আজাদ
  • করেঙ্গে ইয়া মরেঙ্গে - মহাত্মা গান্ধী
  • আরাম হারাম হ্যায় - জওহারলাল নেহেরু
  • পূর্ণ স্বরাজ - জওহরলাল নেহেরু
  • স্বরাজ আমার জন্মগত অধিকার - বাল গঙ্গাধর তিলক
  • প্রত্যেক ভারতীয়দের এটা মনে রাখা উচিত...নাগরিক হিসাবে তাদের যেমন অধিকার আছে তেমন কিছু কর্তব্যও আছে - সর্দার বল্লবভাই প্যাটেল
  • সারফারোশি কি তামান্না অব হামারে দিল মে হ্যায় - রামপ্রসাদ বিসমিল
  • সারে যাঁহাসে আচ্ছা - মহম্মদ ইকবাল
  • আংরেজ পেট পে লাথ মারতে হে-দাদাভাই নৌরজি
  • সাইমন গো ব্যাক - লালা লাজপত রায়
  • তারা চেয়েছিল রুটি পেয়েছিল পাথরের টুকরো -  লালা লাজপত রায়
  • ভারত ভারতীয়দের জন্য - চিত্তরঞ্জন দাশ
  • বেদের যুগে ফিরে যাও - স্বামী দয়ানন্দ স্বরস্বতী
  • বন্দেমাতরম - বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়
  • জনগনমন অধিনায়ক জয় হে - রবীন্দ্রনাথ ঠাকুর
  • অসত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয়ে কাপে কা-পুরুষ লড়ে যায় বীর  - বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
  • জয় জওয়ান জয় কিষাণ - লাল বাহাদুর শাস্ত্রী
  • জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান- অটল বিহারী বাজপেয়ী
  • গরীবি হাটাও - ইন্দিরা গান্ধী
  • মেরা ভারত মহান হ্যায় - রাজীব গান্ধী
  • মারো ফিরিঙ্গি কো - মঙ্গল পান্ডে
  • মে আপনি ঝান্সি নেহি দুঙ্গি- রানী লক্ষ্মীবাই
  • জয় জগত - বিনোবা ভাবে
  • সত্যমেব জয়তে - মদন মোহোন মালভ্য
  • জন-গণ-মন অধিনায়ক জয় হে -- রবীন্দ্রনাথ ঠাকুর
  • বন্দেমাতরম - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ( আনন্দমঠ)
  • What Bengal thinks today India will think tomorrow. -- Gopal Krishna Gokhale



LookTutupComment