বিভিন্ন শাসক ও তার সেনাপতির নাম :
- আলাউদ্দিন খলজী → মালিক কাফুর
- সিরাজ-উদ-দৌলা → মীরজাফর
- আকবর → মানসিংহ
- মহম্মদ ঘোরী → বখতিয়ার খিলজি
- শেরশাহ → ব্রহ্মজিৎ গৌড়
- ধর্মপাল → গর্গ
- জাহাঙ্গীর → মহবৎ খান
- ঔরঙ্গজেব → মীরজুমলা
- হুসেন শাহ → পরাগল খাঁ
- বৃহদ্রথ → পুষ্যমিত্র শুঙ্গ
- আলেকজান্ডার → সেলুকাস
- কৌলিন্য প্রথা → বল্লাল সেন
- পাট্টা ও কবুলিয়ত → শেরশাহ
- দাগ ও হুলিয়া → আলাউদ্দিন খলজী
- চল্লিশচক্র ও ইক্তা প্রথা → ইলতুৎমিস
- সিজদা ও পাইবস → গিয়াসউদ্দিন বলবন
- রেশনিং ব্যবস্থা → আলাউদ্দিন খলজী
- মনসবদারী প্রথা → আকবর
- ডাক ব্যবস্থা → শেরশাহ
- ঋণদান প্রথা → ফিরোজশাহ তুঘলক
- ইক্তাদারী প্রথা → নিজামুল মুল্ক
- মারাঠা পেশবাতন্ত্র → শাহু
- জিজিয়া, জাকাত, খামস কর → আলাউদ্দিন খলজী
- চৌথ ও সরদেশমুখী কর → শিবাজী
- চিরস্থায়ী বন্দোবস্ত → লর্ড কর্ণওয়ালিস
রাজার নাম =সভাকবির নাম
- হর্ষবর্ধন =বানভট্ট
- বালিয়ার সিং =গঙ্গাধর মিশ্র
- কৃষ্ণচন্দ্র =রামপ্রসাদ সেন
- সুলতান মামুদ =ফিরদৌস
- দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য =কালিদাস
- নরসিংহ দেব =হলধর মিশ্র
- কনিষ্ক =নাগার্জুন, অশ্বঘোষ
- আকবর =আবুল ফজল
- রাম পাল =সন্ধ্যাকর নন্দী
- সমুদ্রগুপ্ত =হরিষেন
- কৃষ্ণদেব রায় =আল্লাসানি পেদ্দান
- মহিপাল =রাজশেখর
- সিংহ =বিষ্ণু ভারতী
- শাহজাহান =জগন্নাথ পন্ডিত,লাহরী,আব্দুল হামিদ
- শিবাজী =পরমানন্দ
- যশােবর্ধন =ভবভূতি,বারুপতি
- দ্বিতীয় চন্দ্রগুপ্ত =অমর সিংহ
- চোলরাজ =কামবন
- আলাউদ্দিন খলজি =মীরা হাসান দেহলভি
- ফিরােজ তুঘলক =জিয়াউদ্দিন বরণী
- পৃথ্বীরাজ চৌহান =চাঁদ বরদই
- কুতুবুদ্দিন আইবক =হারুন নিজমি
- পরাগল খাঁ =কবীন্দ্র পরমেশ্বর
- প্রথম মহিপাল =রাজশেখর
- দ্বিতীয় পুলকেশী =রবিকীর্তি
- দ্বিতীয় পৃথ্বীরাজ =সােমদেব
- সাতবাহন রাজা হলা =গুণধ্যায়
- ছুটি খাঁ =শিকর নন্দী
- আলাউদ্দিন খলজি =আমির খসরু
- অমোঘবর্ষ =মহাবীরাচার্য
- লক্ষন সেন =জয়দেব, হলায়ুধ, ধােয়ী
- মহঃ গজনী =অলবিরুনী
বিদেশীদের আগমন ও বানিজ্য :
- ১৬০০ খ্রিঃ ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানি সুরাট, আমেদাবাদ, ব্রোচ, আগ্রা, মুসলিপত্তনম, মাছে বালেশ্বর, পাটনা, কাশিমবাজার, কলকাতা, বোম্বাই ইত্যাদি জায়গায় বানিজ্যিকুঠি করে।
- ১৬০২ খ্রিঃ ইউনাইটেড ইষ্ট ইন্ডিয়া কোম্পানি | অব দি নেদারল্যান্ড পুলিকট, সুরাট, নেগাপত্তনম, কোচিন, চুঁচুড়া, কাশিমবাজার, বরাহনগর, পাটনা বালেশ্বর প্রভৃতি জায়গায় বানিজ্যিকুঠি করে।
- ১৬১৬ খ্রিঃ দিনেমার ইষ্ট ইন্ডিয়া কোম্পানি ট্রাঙ্কুবার, শ্রীরামপুর জায়গায় বানিজ্যিকুঠি করে।
- ১৬৬৪ খ্রিঃ ফরাসি ইষ্ট ইন্ডিয়া কোম্পানি সুরাট, মুসলিপত্তনম, পণ্ডিচারী, চন্দননগর, মাহে, কারিকল প্রভৃতি জায়গায় বানিজ্যিকুঠি করে।
ইংরেজ শাসক ও তাদের কার্যাবলী :
1. লর্ড ওয়ারেন হেস্টিংস :
2. লর্ড কর্নওয়ালিস :
- ভারতের প্রথম গভর্নর জেনারেল।
- উপমহাদেশে প্রথম রাজস্ব বাের্ড গঠন করেন।
- পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন।
- দ্বৈত শ্বাসন ব্যবস্থা রহিত করেন।
- রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন।
2. লর্ড কর্নওয়ালিস :
- চিরস্থায়ী বন্দোবস্ত করেন-1793
- ইন্ডিয়ান সিভিল সার্ভিস বিধি প্রণয়ন করেন।
- দশসালা বন্দোবস্ত চালু করেন।
- সূর্যাস্ত আইন পাস/প্রণয়ন করেন।
3. লর্ড ওয়েলেসলি :
- অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন।
4. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক :
- সতিদাহ প্রথা রহিত করেন-1829
- ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রসারে সর্বপ্রথম আইন প্রণয়ন করেন।
5. লর্ড ডালহৌসী :
- বিধবা বিবাহ আইন পাস করেন-1856
- সত্ত্ব বিলােপ নীতী প্রয়ােগ করেন।
- উপমহাদেশে প্রথম রেল যােগাযােগ চালু করেন-1853
- পােস্ট এবং টেলিগ্রাফ ব্যবস্থা।
6. লর্ড ক্যানিং :
- উপমহাদেশে প্রথম কাগজের টাকা চালু করেন।
- পাক-ভারত উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু করেন।
7. লর্ড মেয়াে :
- ভারতবর্ষে ১৮৭২ সালে প্রথম আদমশুমারি চালু করেন।
8. লর্ড লিটন :
- অস্ত্র আইন পাস করে বিনা লাইসেন্সে অস্ত্র রাখা নিষিদ্ধ করেন-1778
- সংবাদপত্র আইন পাস করেন-1778
9. লর্ড রিপন :
- সংবাদপত্র আইন রহিত করেন।
- হান্টার কমিশন গঠন করেন।
- ইলবার্ট বিল প্রণয়ন করেন।
- বেঙ্গল মিউনিসিলাল আইন প্রবর্তন করেন।
- ফ্যাক্টরী আইন পাস করেন- 1881
10. লর্ড কার্জন :
- বঙ্গভঙ্গ করেন- 1905
- কলকাতায় ভারতের বৃহত্তম গ্রন্থাগার, ইম্পেরিয়াল লাইব্রেরী প্রতিষ্ঠা করেন।
11. বড়লাট মিন্টো :
- 1909 খ্রিঃ কাউন্সিল আইন বা মর্লে মিন্টো শাসনসংস্কার।
12. বড়লাট চেমসফোর্ড :
- ভারত শাসন আইন → 1919
- রাওলাট আইন
সাল অনুযায়ী কিছু ঘটনা :
- ১৭৫৭ → পলাশীর যুদ্ধ।
- ১৭৬৪ → বক্সারের যুদ্ধ।
- ১৭৭০ → ছিয়াত্তরের দূর্ভিক্ষ।
- ১৭৮১ → কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা।
- ১৭৯৩ → চিরস্হায়ী বন্দোবস্ত।
- ১৮০০ → ফোর্ড উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা।
- ১৮২৯ → সতীদাহ প্রথা উচ্ছেদ।
- ১৮৫৩ → উপমহাদেশে রেলগাড়ি চালু।
- ১৮৫৬ → বিধবা বিবাহ চালু।
- ১৮৫৭ → সিপাহী বিদ্রোহ।
- ১৮৬১ → উপমহাদেশে পুলিশ চালু।
- ১৮৮৫ → ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা।
- ১৯০৫ → বঙ্গভঙ্গ।
- ১৯০৬ → মুসলিমলীগ গঠিত।
- ১৯১১ → বঙ্গ-ভঙ্গ রদ।
- ১৯১৯ → অসহযোগ আন্দোলন।
- ১৯২০ → খেলাফত আন্দোলন।
- ১৯২১ → ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
- ১৯৩৭ → শেরে বাংলা মুখ্যমন্ত্রী নির্বাচিত
- ১৯৪০ → লাহোর প্রস্তাব।
- ১৯৪১ → রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যূ।
- ১৯৪২ → ভারত ছাড় আন্দোলন।
- ১৯৪৭ → (৩ জুন) ভারত ও পাকিস্তান গঠনের সিদ্ধান্ত।
- ১৯৪৭ → (১৪ই আগষ্ট) পাকিস্তানের স্বাধনতা লাভ।
- ১৯৪৭ → (১৫ই আগষ্ট) ভারতের স্বাধীনতা লাভ।
সাল অনুযায়ী কিছু সন্ধি :
- পুরন্দরের সন্ধি → ১৬৬৫
- মুঙ্গিসেওগাঁও সন্ধি → ১৭২৮
- ওয়ার্নার সন্ধি → ১৭৩১
- দোরহা সরাই এর সন্ধি → ১৭৩৮
- শালিমার চুক্তি → ১৭৩৯
- আলিনগরের সন্ধি → ১৭৫৭
- সাঙ্গোলার চুক্তি → ১৭৬০
- ঔরাঙ্গাবাদের চুক্তি → ১৭৬৩
- এলাহাবাদের প্রথম সন্ধি → ১৭৬৫
- এলাহাবাদের দ্বিতীয় সন্ধি → ১৭৬৫
- মাদ্রাজের সন্ধি → ১৭৬৯
- সুরাটের সন্ধি → ১৭৭৫
- পুরন্দরের চুক্তি → ১৭৭৬
- ওয়াড়্গাও চুক্তি → ১৭৭৯
- সলবাই চুক্তি → ১৭৮২
- ম্যাঙ্গালোরের সন্ধি → ১৭৮৪
- শ্রী রঙ্গপত্তনমের সন্ধি → ১৭৯২
- বেসিনের চুক্তি → ১৮০২
- সুরজ অর্জনগাঁও এর সন্ধি → ১৮০৩
- দেওগাঁও এর সন্ধি → ১৮০৩
- অমৃতসরের সন্ধি → ১৮০৯
- সগৌলির চুক্তি → ১৮১৫
- মান্দাসোরের চুক্তি → ১৮১৭
- পুণা চুক্তি → ১৮১৭
- গোয়ালিয়রের চুক্তি → ১৮১৭
- নাগপুরের সন্ধি → ১৮১৭
- ইয়ান্দাবুর সন্ধি → ১৮২৬
- লাহোর চুক্তি → ১৮৪৬
- গন্ডমার্কের সন্ধি → ১৮৭৯
- লাসা চুক্তি → ১৯০৪
- রাউয়ালপিন্ডির সন্ধি → ১৯১৯
- তাসখন্দের শান্তি চুক্তি → ১৯৬৬
- গদর → বিপ্লব
- হুমায়ুন → ভাগ্যবান
- বাবর → সিংহ
- শিখ → শিষ্য
- মহেঞ্জোদাড়ো → মৃতের স্তূপ
- বাহমনী → ব্রাহ্মণ
- খালসা → পবিত্র
- নূরজাহান → জগতের আলো
- বেদ → জ্ঞান
- ইলতুৎমিস → সাম্রাজ্যের পালনকর্তা
- রেনেসাঁস → নবজাগরণ
- চেঙ্গিস → অসীম শক্তিশালী
- মোঙ্গল → নির্ভীক
- শাজাহান → জগতের প্রধান
- জাহাঙ্গীর → পৃথিবীর মালিক
- বুদ্ধ → জ্ঞানী
- অতীশ → প্রভু
- ফ্যুয়েরার → সর্বোচ্চ নেতা
- ইলদুচে → প্রধান নেতা
- পাকিস্তান → পবিত্র ভূমি
- ভারতের নেপোলিয়ন → সমুদ্রগুপ্ত
- ভারতের সেক্সপীয়ার → কালিদাস
- ভারতের নিউটন → নাগার্জুন
- ভারতের তোতাপাখি → আমীর খসরু
- ভারতের বিসমার্ক → বল্লভভাই প্যাটেল
- এশিয়ার আলো → গৌতম বুদ্ধ
- দেশনায়ক → সুরেন্দ্রনাথ
- দেশপ্রান → বীরেন্দ্রকৃষ্ণ শাসমল
- ভারতের এটিলা → মিহিরকুল
- দ্বিতীয় পরশুরাম → মহাপদ্মনন্দ
- দক্ষিণাপথপতি → প্রথম সাতকর্নী
- বিহারের গান্ধী → রাজেন্দ্র প্রসাদ
- মুকুটহীন রাজা → সুরেন্দ্রনাথ ব্যানার্জি
- স্যারেন্ডারনট → সুরেন্দ্রনাথ
- বঙ্গবন্ধু → মুজিবর রহমান
- দীনবন্ধু → সি এফ অ্যান্ড্রুজ
- সকলদক্ষিনাপথনাম → দ্বিতীয় পুলকেশী
- পল্লবমল্ল → প্রথম মহেন্দ্র বর্মন
- বীরবল → মহেশ দাস
- তানসেন → রামতনু পান্ডে
- ফুয়েরার → হিটলার
- শেরশাহ → ফরিদ খাঁ
- সাচ্চা বাদশাহ → গুরু হরগোবিন্দ
- সিকান্দার ই সানি/দ্বিতীয় আলেকজান্ডার → আলাউদ্দিন খিলজি
- পি এন ঠাকুর(ছদ্মনাম) → রাসবিহারি বোস
- হুমায়ুন → নাসিরউদ্দিন মহম্মদ
- জাহাঙ্গীর → সেলিম
- বলবন → উলুগ খাঁ
- শাহজাহান → খুররম
- নানাসাহেব → বালাজী বাজিরাও
- কিং মেকিং → সৈয়দ ব্রাদারস
- অন্ধ কবিতার পিতামহ → পোদ্দন
- মহম্মদ বিন তুঘলক → জুনা খাঁ
- লোকহিতবাদী → গুপালহরি দেশমুখ
- লৌহপুরুষ → লালকৃষ্ণ আদবানী
- লৌহমানব → সর্দারবল্লভভাই প্যাটেল
- কবিরাজ/লিচ্ছবি দৌহিত্র → সমুদ্র গুপ্ত
- সিকান্দার লোদী → নিজাম খাঁ
- মুর্শিদকুলি খাঁ → মহম্মদ হাদি
- গিয়াসউদ্দিন তুঘলক → গাজী মালিক
- স্বামী বিবেকানন্দ → নরেন্দ্রনাথ দত্ত
- অতীশ দিপঙ্কর → আদিনাথ চন্দ্রগর্ভ
- আলবিরুনি → আবুরিহান
- তিতুমীর → মীর নিশার আলী
- দয়ানন্দ সরস্বতী → মূলাশংকর
- ধুধুপান্থ → নানাসাহেব
- M N Roy → নরেন্দ্রনাথভট্টাচার্য
- বাবর → জহিরউদ্দিন মহম্মদ
- প্রিন্স অফ বিল্ডারস → শাহাজাহান
- ভারতের রক্ষাকর্তা → স্কন্দগুপ্ত
- সাচ্চা বাদশাহ → গুরু হরগোবিন্দ
- সিকান্দার ই সানি/দ্বিতীয় আলেকজান্ডার → আলাউদ্দিনখিলজি
- পি এন ঠাকুর(ছদ্মনাম) → রাসবিহারি বোস
- হুমায়ুন → নাসিরউদ্দিন মহম্মদ
- জাহাঙ্গীর → সেলিম
- বলবন → উলুগ খাঁ
- শাহজাহান → খুররম
- নানাসাহেব → বালাজী বাজিরাও